হাইলাকান্দিতে জাল জন্ম প্রমাণপত্র কেলেঙ্কারি, ধৃত ৬

হাইলাকান্দিতে জাল জন্ম প্রমাণপত্র কেলেঙ্কারি, ধৃত ৬

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : হাইলাকান্দির জাল জন্ম প্রমাণপত্র কেলেঙ্কারিতে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিরা হল হোসেন আহমদ বড়ভূইয়া, সিরাজুল ইসলাম লস্কর, ওমপ্রকাশ সিংহ, দীনেশ কুর্মি, ব্রহ্মানন্দ কুর্মি এবং সুরজ রবিদাস। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই জালিয়াতি চক্রটি এখন পর্যন্ত ১০৬টিরও বেশি ভুয়ো জন্ম প্রমাণপত্র প্রস্তুত করেছে।
পুলিশ বিশেষ এক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছয় জনকে গ্রেফতার করে।

মূলত হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতাল এবং লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে অবৈধভাবে জন্ম প্রমাণপত্র তৈরি করে সরকারি পোর্টালে আপলোড করার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বেআইনিভাবে জন্ম প্রমাণপত্র আপলোড করে সন্দেহভাজন ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র প্রদান করা হয়েছে। তদন্ত অনুযায়ী, একটি বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্দেহভাজন বিদেশি নাগরিকরা এই ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহার করে ভারতীয় নাগরিকত্বের নথি সংগ্রহের চেষ্টা করছিল। এর সঙ্গে সরকারি কর্মচারী বা মধ্যস্থতাকারী কারও মধ্যস্থতা থাকতে পারে বলে পুলিশের সন্দেহ।

হাইলাকান্দিতে জাল জন্ম প্রমাণপত্র কেলেঙ্কারি, ধৃত ৬

জানা গেছে, কিছু অসাধু স্বাস্থ্যকর্মী ও দালালের সহযোগিতায় নতুন জন্ম প্রমাণপত্র তৈরি করা হয়েছিল। এরপর নথিগুলো সরকারি পোর্টালে আপলোড করা হয়, যাতে কোনও সন্দেহ সৃষ্টি না হয়।

Spread the News
error: Content is protected !!