চরমপন্থা এডিসির, চারদিন পর মৃত্যু
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : কোয়ার্টারের চতুর্থ তলা থেকে ঝাঁপ দিয়ে চার দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন এক অতিরিক্ত জেলা আয়ুক্ত। চাঞ্চল্যকর ঘটনাটি গুয়াহাটি মহানগরে সংঘটিত হয়। ত্রিদীপ কুমার কোঁয়র নামে এডিসি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কামরূপ (মহানগর) এর এডিসি ছিলেন। চিকিৎসা চলাকালীন সোমবার মৃত্যু ঘটে এডিসির।