সুইসাইড নোট লিখে চরমপন্থা তরুণীর
বরাক তরঙ্গ, ২১ জুলাই : সুইসাইড নোট লিখে ভাড়া বাড়িতে চরম পথ বেছে নিলেন এক তরুণী। গুয়াহাটি অনিল নগরে নিজের ভাড়া বাড়িতে আত্মহত্যা করলেন ইউপিএসসির কোচিং করা ময়ূরী চেতিয়া নামে তরুণী।
ময়ূরী তার সুইসাইড নোটে লিখে যায় “মা-বাবা ভাল থাকবেন, আমি আর বাঁচতে চাই না।”
তিনি তিন দিন আগে চাকরিতে যোগদান করেছেন। ময়ুরীর ঘর শিবসাগরে।
