কন্যাশিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক্সপোজার ট্যুর

বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচির আওতায় ৩৫ জন ছাত্রী অংশগ্রহণ করল শিক্ষা ভ্রমণ_____

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : কন্যাশিক্ষার প্রসার ও ক্ষমতায়নের উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (নেট), শিলচরে এক্সপোজার ট্যুরের আয়োজন করা হয়। মহিলা ও শিশু কল্যাণ বিভাগ এবং মিশন শক্তির সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

এই শিক্ষা ভ্রমণের মূল লক্ষ্য ছিল ছাত্রীদের  বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ক জ্ঞানার্জনে উৎসাহ প্রদান, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যতের শিক্ষাগত ও পেশাগত সম্ভাবনার সঙ্গে তাদের পরিচিত করা।

কন্যাশিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক্সপোজার ট্যুর

ভ্রমণ শুরুর আগে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন “কন্যাশিশুদের শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন করা শুধু একটি নীতি নয়, বরং একটি সামাজিক অঙ্গীকার। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পতাকা নাড়িয়ে শিক্ষা ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত (মহিলা ও শিশু কল্যাণ) ফিলিস ভিএল হমুনসিয়ামি হ্রাংচাল, সহকারী আয়ুক্ত তথা জেলা সমাজকল্যাণ আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত দীপা দাস।

উল্লেখ্য, এই কর্মসূচিতে শিলচরের বিভিন্ন শীর্ষ সরকারি বিদ্যালয়ের মোট ৩৫ জন ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য বিদ্যালয়গুলি হল, ডিএনএনকে গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল, গভর্নমেন্ট গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুল, ড. বিসি রায় মেমোরিয়াল অ্যাকাডেমি এবং সিএল শেঠ ইনস্টিটিউট।

কন্যাশিক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক্সপোজার ট্যুর

ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি, শিলচরে ছাত্রীরা আধুনিক গবেষণা কেন্দ্র, ল্যাবরেটরি এবং প্রযুক্তিগত সুবিধাসমূহ ঘুরে দেখে। এই সময় সমাজকল্যাণ বিভাগের কর্মী এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ইন্টার্নরা সক্রিয়ভাবে অংশ নেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে তাৎপর্যপূর্ণ আলোচনায় যুক্ত হন।

Spread the News
error: Content is protected !!