একাধিক অভিযানে বিস্ফোরক সহ মাদক উদ্ধার, আটক চার

বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : মাদক ও অন্যান্য অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে নিরলস অভিযান অব্যাহত রয়েছে। মিজোরাম পুলিশ সম্প্রতি বেশ কয়েকটি স্থানে মাদক এবং অন্যান্য অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করে সিআইডি এসবি টিম। চাম্পাই পুলিশের কাছ থেকে একটি নির্ভরযোগ্য সূত্র পেয়ে CID SB-এর এক দল বৃহস্পতিবার বঙকং  Bawngkawn (Durtlang road) এ মাদক পাচারকারীকে আটক করে এবং আটি সাবান কেস থেকে ৯০ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করেছে। মেথামফেটামিন ট্যাবলেট উদাহরণ উদ্ধার করা হয়। রডিন্টলুয়াঙ্গা (25) নামে স্থানীয় এক যুবককে আটক করে সিআইডি এসবি দল। বাজেয়াপ্ত করা হয়েছে   MZ-01 J 6240 নম্বরের বাহবলন। বাহনের দরজার প্যানেলের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল মাদকগুলো।

বুধবার, লুংলেই ডিএসবি দল অবৈধ দখল থেকে ৪২.৩৮ গ্রাম (৪টি সাবান কেস) সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে। পাশাপাশি লালরেফেলা (৩২) ও লালমুয়া (৩২) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের ব্যবহৃত MZ-01X-0864 নম্বরের গাড়িটি বাজেয়াপ্ত করে দল। দুজনের বিরুদ্ধে এনডিঅ্যান্ডপিএস আইনের অধীনে লুংলেই পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে।

একাধিক অভিযানে বিস্ফোরক সহ মাদক উদ্ধার, আটক চার

ঐ দিন গোপন সূত্রের ভিত্তিতে  থিংসাই পুলিশ এবং ৪২ আসাম রাইফেলস থিংসাই চেক গেটে যৌথ অভিযান চালিয়ে লাল্লামজুয়ালা দ্বারা চালিত পিক আপ MZ 06 6517 গাড়ি থেকে বিভিন্ন বিস্ফোরক উদ্ধার ও বাজেয়াপ্ত করে। লালজোয়ামা (৪০)  এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পিকআপ থেকে  জেলটিন – ৩১টি বক্স (৬২০০ স্টিকস), ডেটোনেটর – ৪৭টি বক্স (১০০টি প্রতিটি), কর্টেক্স – ১৫ রোলস উদ্ধার করে পুলিশ ও আসাম রাইফেলস জওয়ানরা।

Author

Spread the News