আতশবাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু ৬ জনের

৬ ফেব্রুয়ারি : আতশবাজি কারখানার সজোরে বিস্ফোরণ, আর তার জেরে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল মধ্য প্রদেশের হরদা জেলার বৈরাগঢ় গ্রাম। আগুনের গ্রাসে এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আগুনে দগ্ধে আহত আরও অন্তত ৬০ জন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক সরকারি কর্তা।

ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের লেলিহান শিখার দাপটে, ওই বাজি কারখানায় পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। যার জেরে আতঙ্ক ছড়ায় আশেপাশের বিস্তীর্ণ এলাকায়।

Author

Spread the News