ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ৫.০” শিলচরে ১৪ জুন

বরাক তরঙ্গ, ১৩ জুন : অসমের অগ্রণী তথা সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ব্যতিক্রম-এর উদ্যোগে আয়োজিত ‘ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ৫.০’ শিলচরস্থিত জি সি কলেজের প্রেক্ষাগৃহে আগামী ১৪ জুন, শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই কনক্লেভ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সহযোগিতায় আছে দ্যা টাইমস অব ইন্ডিয়া, নেরিম, জেআইএস গ্রুপ, অনলী শেইফ ও ক্যারিয়ার গাইডেন্স সেল, গুরুচরণ কলেজ। শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্যোক্তরা এই কনক্লেভ সম্পর্কে বিস্তারিত জানান।

কনক্লেভের মূল উদ্দেশ্য হলো শিক্ষা বিনিময়ের মাধ্যমে উত্তর-পূর্ব এবং ভারতের বিভিন্ন প্রান্তের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি সেতুবন্ধন তৈরি করে শিক্ষার গুণগত মানদণ্ড, স্কিল ডেভেলপমেন্ট ও ক্যারিয়ার অগ্রগতির মধ্যে একটি নতুন সংলাপ তৈরি করা। এই কনক্লেভের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এই অঞ্চলের শিক্ষা, প্রযুক্তি, শিল্পচর্চা, সংস্কৃতি এবং মঞ্চের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য একটি সর্বাঙ্গীন শিক্ষাক্ষেত্র নির্মাণের প্রয়াস।

উল্লেখ্য, ‘ব্যতিক্রম’ গত ২২ বছর ধরে উত্তর-পূর্বের পাশাপাশি পূর্ব ভারতে অনেক সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। এইবার ব্যতিক্রম এডুকেশন কনক্লেভের পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হবে শিলচরে, এর আগে বাংলাদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, গুয়াহাটি-তে এই কনক্লেভ অনুষ্ঠিত হয়েছিল। উত্তর-পূর্ব এবং ভারতের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদ, সংবাদকর্মী ও গবেষকদের পাশাপাশি সমাজকর্মী, পরিবেশ, মেডিকেল, আঞ্চলিক উন্নয়ন, ডিজিটাল এডুকেশন-এর প্রতিনিধিরাও এই কনক্লেভে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেরিম গ্রুপ অফ ইনস্টিটিউট-এর সঞ্চালক ড. সঙ্গীতা ত্রিপাঠী, বিশিষ্ট সাংবাদিক অতীন দাস, যুগশঙ্খের চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথ, জিসি কলেজের অধ্যক্ষ অপ্রতীম নাগ, কবি সুতপা চক্রবর্তী, শিল্পী চন্দ্রীমা শ্যাম, ড. ববি গোস্বামী, সমাজসেবক অমরেশ রায়, অবসরপ্রাপ্ত পরিচালক, কলেজ উন্নয়ন পরিষদ অসম বিশ্ববিদ্যালয়, শিলচর-এর ড. বিভাস দেব, অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র প্রফেসার ড. বিশ্বতোষ চৌধুরী, ব্যতিক্রমের সভাপতি ড. সৌমেন ভারতীয়া প্রমুখ।

ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ৫.০" শিলচরে ১৪ জুন

এই অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ব্যতিক্রমের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় শিক্ষার্থীদের মূল্যবান অন্তর্দৃষ্টি এবং নির্দেশনা প্রদান করবে, যা তাদের শিক্ষা এবং ক্যারিয়ার সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আলোচনা সভায় উপস্থিত থাকবেন জেআইএস গ্রুপ-এর ব্যবসায় উন্নয়নের উপসঞ্চালক বিদ্যুৎ মজুমদার, জেআইএস গ্রুপের কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনের জেনারেল ম্যানেজার কে সুনীল কুমার, নেরিম গ্রুপ অফ ইনস্টিটিউট-এর সহকারী অধ্যাপক প্রফেসার আজিজুর রহমান, জিসি কলেজের সহযোগী অধ্যাপক ড. নীলেন্দু ধর, ড. দ্বিবীপ্রিতা দত্ত, ড. এএস উপ দত্ত, ড. মৃদুল মোহন দাস, ড. দীপরাজ চক্রবর্তী, জয়দীপ ভট্টাচার্য, ওমেন্স কলেজের অধ্যক্ষ ড. সুজিত তেওয়ারি, দন্ত চিকিৎসক বিভাগের অধ্যাপক, এসএমসিএইচ সরকারি ডেন্টাল কলেজ, শিলচর, পিরিওডন্টিক্স এবং ইমপ্লান্টোলজি বিভাগের ড. পুরবী চৌধুরী, এস্পাইরিং লাইফের চৈতালী দাশগুপ্ত, অসম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসার অদ্বিতী নাথ, নেরিম গ্রুপ অব ইনস্টিটিউশনস-এর ড. সাইফ রসুল খান, জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট-এর তড়িৎ প্রকৌশল বিভাগের প্রফেসার বিজয় কৃষ্ণ রায়, অসম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলফারিদ হুসেন, অসম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমা রায় দে চৌধুরী, ONLY CHEF The School of Culinary Art-এর প্রতিষ্ঠাতা অমিতাভ দত্ত, কাবুগঞ্জের জনতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. দেবশীষ পাল, পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ ড. শুভজিৎ চক্রবর্তী, আইকিউএসি যুগ্ম সমন্বয়কারী-র সহকারী অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ইস্টার্ন ক্রনিকল-এর সম্পাদক ড. সুজাতা চৌধুরী ধর প্রমুখ।

Spread the News
error: Content is protected !!