ওয়ার্ল্ড সিকল সেল দিবসে কাছাড়ে ১১২টি শিবিরে ১৫৫৮ জনের পরীক্ষা
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জুন : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও পালিত হলো ওয়ার্ল্ড সিকল সেল অ্যানিমিয়া অ্যাওয়ারনেস ডে। জেলার ৮টি স্বাস্থ্য ব্লক সহ এর অধীনে থাকা ১১২ টি স্বাস্থ্য এবং উপস্বাস্থ্য কেন্দ্রে এদিন বিশেষ সচেতনতা ও পরীক্ষা শিবির আয়োজিত হয়। মোবাইল মেডিক্যাল ইউনিট -ও আলাদাভাবে দিনটি উপলক্ষে বিশেষ শিবিরের আয়োজন করে।এরমধ্যে রাজ্যের মিশন সঞ্চালকের নির্দেশে জেলাস্তরে একটি ক্যাম্প আয়োজন করা হয়। হরিনগর স্বাস্থ্য খন্ডের অধীনে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে দিনটি আনুষ্ঠানিক উদযাপন করা হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য শাখা আধিকারিক জুনালী দেবী, অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত হন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন, হরিনগর খণ্ড স্বাস্থ্য আধিকারিক ডাঃ দিব্যজ্যোতি নাথ সহ জেলা ও ব্লক এনএইচএমের কর্মকর্তারা। এই ব্যাধি নির্মূলে সচেতনতার মুল মন্ত্র হচ্ছে বিবাহের আগে হিমোগ্লোবিন পরীক্ষা। যাতে করে বংশ পরম্পরাগত এই তার পরবর্তী প্রজন্মেকে আক্রান্ত না করে। এদিন শিবস্তানে ৪৯৬ জনের সিকল সেল টেস্ট করা হয়। জেলায় মোট ১৫৫৮ জনের টেস্ট করা হয়। এরমধ্যে বিভিন্ন শিবিরে উপস্থিত ছিলেন ৫৪৮৪ জন সাধারণ মানুষ।
উল্লেখ্য, সিকেল সেল অ্যানিমিয়া হল রোগগুলির একটি গোষ্ঠী যা হিমোগ্লোবিনকে আক্রান্ত করে, যা শরীরের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য দায়ী। এটি মুলতঃ উপজাতি সম্প্রদায়ের মধ্যে একটি বংশগত ব্যাধি যেখানে অস্বাভাবিক হিমোগ্লোবিনের অণুগুলিকে হিমোগ্লোবিন এস বলা হয়, যা লাল রক্ত কোষকে একটি কাস্তে বা অর্ধচন্দ্রাকার আকারে বিকৃত করে।