পিঠেপুলি নিয়ে সীমান্তে করিমগঞ্জের পুলিশসুপার বরুয়া, বিহুর আনন্দে মেতে উঠলেন সবাই

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : সীমান্তবাসীর সঙ্গে এবারের বিহু উদযাপন করল করিমগঞ্জ পুলিশ। পিঠেপুলি নিয়ে সীমান্তে হাজির হলেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া। সোমবার তিনি বিহুর খই, গুড়, পিঠা নিয়ে সীমান্তে ছুটে যান। ভারত বাংলাদেশের সীমান্তের কাঁটা তারের বাইরে থাকা গবিন্দপুর সহ লাফাসাইল গ্রামের বাসিন্দাদের অসমিয়া গামছা দিয়ে বরণ করে তাদের হাতে তুলে দেন বিহুর উপহার সামগ্রী। সীমান্তের গ্রামে পুলিশ সুপারকে কাছে পেয়ে বিহুর আনন্দের পাশাপাশি আনন্দে আত্মহারা গ্রামের বাসিন্দারা।

এ দিন গবিন্দপুর গ্রামে উপস্থিত হয়ে পুলিশ সুপার বরুয়া বলেন, গবিন্দপুর সহ লাফাসাইল গ্রাম দুইটি রাজ্যের অংশ। দেশ ভাগের ফলে কাঁটা তারের বাইরে চলে যায় দুইটি গ্রাম। এখানে বসবাসরত গ্রামের অধিকাংশ মানুষ কিছুটা অসহায়। এবারের রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিহু উদযাপন করা হয়েছে। তাই বিশেষ কার্যসূচী নেওয়া হয়েছে করিমগঞ্জের পুলিশের পক্ষ থেকে। দুই গ্রামের মানুষ যাতে বিহুর আনন্দে সামিল হতে পারে তার কারনে পুলিশের পক্ষ থেকে বিহুর উপহার তুলে দেওয়া হয়েছে গ্রামবাসীদের মধ্যে।

Author

Spread the News