সিইএম কাপের ফাইনালে এভারগ্রিন

শামিম বড়ভূইয়া, হাফলং।
বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : হাফলঙের ঐতিহ্যবাহী ২০তম সিইএম কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠল এভারগ্রিন ক্লাব (EVERGREEN CLUB)। শুক্রবার ডিএসএ-র মাঠে প্রথম সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে টাইব্রেকারে তারা হারায় ডিমা ইউনাইটেড এফসি-কে (DIMA UNITED FC)। এ দিন জোড়া গোল করেন এভারগ্রিনের ওবাদিয়া ও ক্যালভিন এবং ডিমা ইউনাইটেডের জুনিয়র। ফাইনালের পৌঁছার লড়াইয়ে অন্তিম মূহূর্তে খেলা সমতায় ফেরালেও টাইব্রেকারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ডিমা ইউনাইটেড। খেলার ১৫ মিনিটে ওবাদিয়া গোল করে এভারগ্রিনকে এগিয়ে নিয়ে যান। ২৩ মিনিটে গোলের সংখ্যা বাড়িয়ে দেন ওবাদিয়া। দুই পক্ষের লড়াইয়ের মধ্যে এভারগ্রিনের জাল কাঁপিয়ে দেন ২৬ মিনিটে জয়ধন। ৩৫ মিনিটে গোলের ব্যবধান আরও বাড়িয়ে দেন ক্যালভিন। জনিয়র ৪৩ মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন। ৩-২ গোলে প্রথমার্ধ্বের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধ্বের ৫৪ মিনিটে খেলা সমতা ফেরান জুনিয়র।

সিইএম কাপের ফাইনালে এভারগ্রিন

ম্যাচ ড্র খেলা আক্রমণ ও পাল্টা আক্রমণ শুরু হয়। ৬৯ মিনিটে সমতা ভেঙে দলকে এগিয়ে নিয়ে যান ক্যালভিন। তবে নাছোঁড় ডিমা খেলোয়াড়রা। অতিরিক্ত সময়ে ৯০+০৩ মিনিটে লালমিনলে ফের সমতায় নিয়ে আসেন ডিমা ইউনাইটেড এফসি-কে। অবশেষে ৪-৪ গোলে ড্র থেকে যায় প্রথম সেমিফাইনাল। এরপর টাইব্রেকার পন্থা অবলম্বন করা হয়। টাইব্ররেকারেও লড়াই করে ডিমা ইউনাইটেড। ৭-৬ গোলে পরাজিত হয়। সিইএম কাপের ফাইনালের প্রথম দল হিসেবে পৌঁছে এভারগ্রিন ক্লাব। এ দিন খেলা পরিচালনা করেন সামিম বড়ভূইয়া, শঙ্কর ভট্টচার্য, বাজু পিসিও ও নিজুম তামুলি।

সিইএম কাপের ফাইনালে এভারগ্রিন

Author

Spread the News