আজও শরৎ সাহিত্য অত্যন্ত প্রাসঙ্গিক : গৌরী দত্ত বিশ্বাস

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : সমাজ প্রগতির আন্দোলনের প্রয়োজনেই শরৎ সাহিত্য অত্যন্ত প্রাসঙ্গিক। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ও বর্তমান সমাজ জীবন নিয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস। শুক্রবার শিলচরে চার সংগঠন এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমল এর যৌথভাবে আয়োজন করে জন্মবার্ষিকী অনুষ্ঠান। মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬ টায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সংগঠনের শিল্পীবৃন্দ। সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি সভাপতিত্ব অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস। তিনি শরৎ সাহিত্যের বিভিন্ন দিক আলোচনা করে আজকের সমাজ প্রগতির আন্দোলনের প্রয়োজনেই শরৎ সাহিত্য অত্যন্ত প্রাসঙ্গিক এই কথা তুলে ধরেন। তাই তিনি সর্বস্তরের মানুষকে যথার্থ অর্থেই শরৎ সাহিত্য চর্চা করার আবেদন জানান।

আজও শরৎ সাহিত্য অত্যন্ত প্রাসঙ্গিক : গৌরী দত্ত বিশ্বাস

সেমিনারে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এআইডিওয়াইও’র ভারপ্রাপ্ত জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য। বক্তব্য রাখেন এআইএমএসএস এর সদস্য সম্পা দে, এআইডিএসও’র কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্বাগতা চক্রবর্তী। রবীন্দ্র নাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতা আবৃত্তি করেন পাপিয়া শিকদার। সঙ্গীত পরিবেশন করেন গৌতম নন্দি এবং কৃষ্ণা দে, নৃত্য পরিবেশন করেন শিল্পী সৌরভ দেব।

আজও শরৎ সাহিত্য অত্যন্ত প্রাসঙ্গিক : গৌরী দত্ত বিশ্বাস
আজও শরৎ সাহিত্য অত্যন্ত প্রাসঙ্গিক : গৌরী দত্ত বিশ্বাস

Author

Spread the News