যদি জামিন পানও সরকারি কোন ফাইলে সই করতে পারবেন না কেজরিওয়াল, জানালো সুপ্রিম কোর্ট

৭ মে : জেলে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। গত শুনানিতেই সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়েছিল, এই ভোট আবহে বিচার করা যেতে পারে কেজরিওয়ালের অন্তবর্তীকালীন জামিনের বিষয়টি। মঙ্গলবারের শুনানিতে সেই প্রসঙ্গের উত্থাপন হয়। এদিন সুপ্রিম কোর্ট জানায়, কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে জানানো হয়। যদি কেজরিওয়াল জামিন পানও, তাহলে তিনি সরকারি কোন ফাইলে সই করতে পারবেন না।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি তিনি। জেলে বসেই একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপ-এর পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনে জেল থেকেই চলবে সরকার। প্রার্থী প্রচার থেকে একাধিক দলীয় কর্মসূচিতে গত কয়েকদিনে সামনের সারিতে দেখা গিয়েছে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে। এদিনের শুনানিতে বলা হয়, নির্বাচনকালে তাঁর অন্তবর্তীকালীন জামিন নিয়ে আলোচনা করা যেতে পারে, এখন নির্বাচন না হলে এই বিষয়ে ভাবনার অবকাশ ছিল না বলেও উল্লেখ করা হয়।

২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। এই গ্রেপ্তারিকে বেআইনি বলে উল্লেখ করে আপ। গ্রেপ্তারির বিরোধিতা করে হাই কোর্টে গিয়েছিলেন আপ সুপ্রিমো, উচ্চ আদালত তাঁর জামিনের আর্জি খারিজ করে দিলে, তিনি দেশের সর্বোচ্চ আদালতের দরজায় যান। আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি মঙ্গলবার কেজরিওয়ালের হয়ে মঙ্গলবার মামলা লড়েন। এদিন ইডিও তাদের পক্ষ থেকে বেশ কয়েকটি তথ্য জানায়। উল্লেখ করে গ্রেপ্তারির আগে, একাধিকবার তাঁকে তলব করা হলেও তিনি তদন্তে সাড়া দেননি। খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News