উচ্ছেদ অভিযানগুলি ঘৃণা বা পক্ষপাতিত্বের ভিত্তিতে চালানো উচিত নয় : মাদানি
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : অসম সরকার পরিচালিত উচ্ছেদ অভিযানগুলি ঘৃণা বা পক্ষপাতিত্বের ভিত্তিতে চালানো উচিত নয়; বরং তা সর্বোচ্চ আদালতের নীতি-নির্দেশনা অনুসারে কঠোরভাবে পরিচালিত হওয়া উচিত। মঙ্গলবার গুয়াহাটিতে জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মওলানা মাহমুদ মাদানির সাংবাদিক সম্মেলনে উচ্ছেদকে কেন্দ্র করে এমন মন্তব্য প্রকাশ করেন। মাদানি বলেন, গোয়ালপাড়া ও দাতিকুচি অঞ্চলের উচ্ছেদকৃত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করার পর মাদানি সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে জানান, “আমরা উচ্ছেদের বিরোধী নই। সরকারের রাস্তা বা অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য জমির প্রয়োজন হতে পারে। কিন্তু প্রতিটি উচ্ছেদ আইনের শাসন এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে হবে।”
পুনর্বাসন প্রসঙ্গে মাদানি বলেন, এই ধরনের অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত প্রতিটি প্রকৃত নাগরিককে পুনর্বাসন দেওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা। তিনি যোগ করেন, “মানুষকে আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা অমানবিক। অসম সরকারকে প্রতিটি প্রকৃত ভারতীয় নাগরিকের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।”
উচ্ছেদের বিরোধিতা করা নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনারও জবাব দেন মাদানী। তিনি বলেন, “আমি কাল থেকে এখানে আছি। যদি মুখ্যমন্ত্রী মনে করেন আমি কোনও ভুল করেছি, তাহলে তাঁর উচিত ব্যবস্থা নেওয়া। হুমকি দেবেন না, কাজ করুন।”
এছাড়াও তিনি অভিযোগ তোলেন যে, কিছু উচ্ছেদ অভিযান অমানবিক ও বৈষম্যমূলকভাবে পরিচালিত হচ্ছে এবং আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে।