EURO CUP : জয়ী পুর্তগাল ও তুরস্ক

১৯ জুন : এক গোলে পিছিয়ে পড়ে জোড়া গোল। দুরন্ত প্রত্যাবর্তন। মঙ্গলবার জার্মানির লিপজিগ স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে ইউরো শুরু করল পর্তুগাল। ম্যাচের শেষলগ্নে পার্থক্য গড়ে দিলেন দুই ‘সুপারসাব’ পেদ্রো নাটো এবং ফ্রান্সিসকো কনসেইসাও। চেক রক্ষণের ভুলের পূর্ণ ফায়দা তোলেন তাঁরা। নাটোর পাস ছ’গজের বক্সের মধ্যে ক্লিয়ার করতে পারেননি রান্যাক। বল তাঁর পায়ের ফাঁক দিয়ে গলে যায়। ২১ বছরের সুযোগসন্ধানী কনসেইসাও বাঁ পায়ের শটে গোলে ঠেলেন। একটি মুহূর্ত দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। পর্তুগালের দুটো গোলের পেছনেই চেক রক্ষণ এবং গোলকিপারের গাফিলতি। গোটা ম্যাচে সংগঠিত রক্ষণ এবং ভাল গোলকিপিংয়ের পর দুটো মারাত্মক ভুলের খেসারত দিতে হল চেককে। জোড়া গোলে তাঁর নাম না থাকা, কিছুটা অবাক করার মতোই। তবে গোল না পেলেও নব্বই মিনিট মাঠে থেকে দলের জয়ে সামিল হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচ শেষে হাসিমুখে মাঠ পর্যবেক্ষণ করতে দেখা যায় তাঁকে। তবে ষষ্ঠ ইউরোতে অংশ নেওয়ার রেকর্ডের রাতে কিছুটা ম্লান মহাতারকা। ভাগ্যও সঙ্গ দেয়নি রোনাল্ডোর। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন। তারমধ্যে তাঁর একটা হেড পোস্টে লাগে। সিআরসেভেনের পাশাপাশি নজির গড়লেন তাঁর সতীর্থ। সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরো কাপে খেললেন পেপে। এদিন যত কাণ্ড দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। ম্যাচের তিনটে গোলই বিরতির পর। পর্তুগালের জয় পোয়েটিক জাস্টিস।

এ দিকে, ইউরো কাপের অপর ম্যাচে তুরস্কের কাছে ৩-১ গোলে হেরে গেল জর্জিয়া। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল করেছিলেন তুরস্কের মের্ট মুলদুর। পাল্টা ৩২ মিনিটের মাথায় জর্জিয়ার হয়ে গোল শোধ করেছিলেন জর্জ মিকাউতাদজ। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের মাথায় ফের তুরস্কের হয়ে গোল করেন আর্দা গুলের। ৯৭ মিনিটের মাথায় গোল করেন তুরস্কের আকতুরকোগলু।

Author

Spread the News