বিভিন্ন দাবিতে বিক্ষোভ ইপিএস-৯৫ ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচরে

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : কয়েক দফা সম্বলিত এল স্মারকলিপি কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীকে প্রদান করে ইপিএস-৯৫ ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর শাখা।শুক্রবার বেলা এগারোটা থেকে শিলচর পুরসভা অফিসে উপরে থাকা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংঘটনের কার্যালয়ের সামনে শান্তি -শৃঙ্খলাভাবে ইপিএস-৯৫ ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর শাখার সদস্যরা কয়েকদফা ন্যায্য দাবিতে  এক প্রতিবাদী কার্যসূচি োলন করেম। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠনের সামাজিক নিরাপত্তা সহকারী সন্দীপ দাসের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের উদ্দেশে স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী।

এ দিন ইপিএস-৯৫ ন্যাশনাল এজিটেশন কমিটির জাতীয় সম্পাদক পীযূষকান্তি চক্রবর্তী বলেন, ন্যাশনাল এডুটেশন কমিটির সর্বভারতীয় সভাপতি কমান্ডার অশোক রাওয়াতের নেতৃত্বে ২০১৬ সাল থেকে ভারতব্যাপী আন্দোলন চলে আসছে। সমগ্র ভারতে প্রায় ৭১ লক্ষ পেনশন আর আছেন। সরকার বলছেন ন্যূনতম পেনশন ১০০০ টাকা। কিন্তু বাস্তবে ৩১ লক্ষ পেনশনার ১০০০ টাকা নিচে পেনশন পেয়ে থাকেন। তাদের ন্যায্য দাবি যা অতি সহজেই সরকারের সদিচ্ছা থাকলে পূরণ করতে পারেন। আজ প্রায় নয় বছর থেকে তারা শুধুই আশ্বাস বাণী শুনে আছেন সরকার পক্ষ থেকে। তাদের দাবি শীঘ্রই মেনে নেওয়া হোক না হলে এই বৃদ্ধ ইপিএস পেনশনাররা রাস্তায় নামতে বাধ্য হবে এবং বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির শিলচর শাখার উপ সভাপতি বিমল চন্দ্র মজুমদার, শিবানন্দ দত্ত প্রমুখ।

বিভিন্ন দাবিতে বিক্ষোভ ইপিএস-৯৫ ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচরে
বিভিন্ন দাবিতে বিক্ষোভ ইপিএস-৯৫ ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচরে

Author

Spread the News