স্বাবলম্বী ভারত অভিযানের অধীনে উদ্দমিতা উৎসাহ কার্য্যক্রম রাধামাধব কলেজে

কেবলমাত্র যুবাদের দ্বারাই স্বাবলম্বী ভারত গড়া সম্ভব : শান্তনু সুত্রধর

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : শনিবার রাধামাধব কলেজ ক্যারিয়ার গাইডেন্স, এন্টি রেগিং অ্যান্ড এসসি এসটি সেলের উদ্যোগে ও স্বাবলম্বী ভারত অভিযান কর্তৃক কলেজ প্রেক্ষাগৃহে উদ্দমিতা উৎসাহ কার্য্যক্রম অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ডঃ দেবাশিস রায়ের পৌরহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে মূখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বরাকের হস্তশিল্পের এক্সপোর্টার শান্তনু সুত্রধর। 

স্বাবলম্বী ভারত অভিযানের অধীনে উদ্দমিতা উৎসাহ কার্য্যক্রম রাধামাধব কলেজে

এদিনের অনুষ্ঠানের মূখ্য বক্তা শান্তনু সুত্রধর নিজ বক্তব্য রাখতে গিয়ে বলেন যতদিন পর্যন্ত আমাদের মধ্যে স্বদেশী মনোভাব জাগ্রত হবে না ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশকে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বিদেশি সামগ্রী বর্জন করে স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ব্যবহার করতে হবে আমাদেরকে । স্থানীয়দের দ্বারা উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শান্তনু বাবু বলেন কেবলমাত্র যুবাদের দ্বারাই ভারতবর্ষকে স্বাবলম্বী ভারত হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।

স্বাবলম্বী ভারত অভিযানের অধীনে উদ্দমিতা উৎসাহ কার্য্যক্রম রাধামাধব কলেজে

তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশই যুবক যাদের হাতে দেশের ভবিষ্যত নির্ভর করছে। কাজেই যুবারা এগিয়ে আসলেই আমরা ভারতবর্ষকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করে তুলতে পারবো এবং দেশকে একদিন বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন সাকার হতে দেখতে পারবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ভকেল ফর লকেল’ শ্লোগানের যে ডাক দিয়েছেন সেটাকে বাস্তবায়িত করে তুলতে যুবাদেরকেই বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন শান্তনু।  

স্বাবলম্বী ভারত অভিযানের অধীনে উদ্দমিতা উৎসাহ কার্য্যক্রম রাধামাধব কলেজে

এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী মনোজকান্তি দাশ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রাধামাধব কলেজের ক্যারিয়ার গাইডেন্স, এন্টি রেগিং এণ্ড এসসি এসটি সেলের আহ্বায়ক অধ্যাপক রাহুল শরনিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী জয়দীপ দত্ত, অনিতা মজুমদার, রাধামাধব কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নবনিতা দেবনাথ প্রমুখ। 

Author

Spread the News