এনকাউন্টার : কোকরাঝাড় জেলা পুলিশের সাংবাদিক সম্মেলন

বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : কোকরাঝাড়ের রেলপথে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত এক উগ্রবাদীর সন্ধানে নাদাংগুড়িতে অভিযান চালায় পুলিশ। এই অভিযানের সময় রেলপথ বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ইপিল মুর্মু ওরফে রোহিত মুর্মু (৪০) পুলিশের গুলিতে নিহত হয়। এই এনকাউন্টার প্রসঙ্গে কোকরাঝাড় জেলা পুলিশের সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রদান করেছে।

সম্মেলনে পুলিশ জানায়, নিহত ইপিল মুর্মু পূর্বেও ঝাড়খণ্ডে রেলপথ বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল। গত বছরের অক্টোবরে ঝাড়খণ্ডে রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সে অসমে পালিয়ে আসে।

পুলিশ আরও জানায়, ঝাড়খণ্ডে সে ‘রোহিত মুর্মু’ নামে পরিচিত হলেও কোকরাঝারের কছুগাঁওয়ের গ্রাহমপুর এলাকায় সে ‘ইপিল মুর্মু’ নামে পরিচিত ছিল। পূর্বে সে নাছলা নামের এক উগ্রবাদী সংগঠনের সদস্য ছিল। নাছলা সংগঠন আত্মসমর্পণ করার পরেও ইপিল মুর্মু আত্মসমর্পণ না করে ঝাড়খণ্ডে পালিয়ে যায় এবং সেখানে নতুন করে একটি নাছলা গোষ্ঠী গঠন করে কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব নেয়। পরে সে মাওবাদীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে।

পুলিশের তথ্যমতে, রোহিত মুর্মুকে খুঁজতে ঝাড়খণ্ড থেকে একটি বিশেষ পুলিশ দল অসমে আসে। ২০১৫ সাল থেকে সে ঝাড়খণ্ডে নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত ছিল বলে জানায় কোকরাঝার পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গ্রেনেড, ভোটার কার্ড এবং ঝাড়খণ্ডের আধার কার্ড উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনার সঙ্গে জড়িতদের সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Spread the News
error: Content is protected !!