পরপারে পাড়ি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জন্মজিৎ রায়ের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : শিক্ষা ও সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র, করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান এবং প্রখ্যাত শিক্ষাবিদ জন্মজিৎ রায় আর নেই। রবিবার মাঝরাতে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর।
জন্মজিৎ রায় শুধু একজন শিক্ষাবিদই নন, বরং একজন চিন্তাবিদ, সমাজসেবী ও সৃজনশীল ব্যক্তিত্ব হিসেবে তিনি বরাক উপত্যকায় নিজেকে অমর করে তুলেছিলেন। তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন সভাপতি হিসেবে শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রসমাজের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শ্রীভূমি নগর শাখা প্রথম সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে বরাক উপত্যকার শিক্ষা ও সাহিত্য অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো, তা পূরণ করা অসম্ভব। তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, যিনি নিজের কর্ম ও চিন্তাধারার মাধ্যমে বহু প্রজন্মকে আলোকিত করেছেন।
তার স্মৃতি, আদর্শ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বরাক উপত্যকার প্রতিটি মানুষ আজ শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান শ্রীভূমির বিশিষ্ট নাগরিক সহ বিভিন্ন মহল। তিনি মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে অমিত্রজিৎ রায় ও অর্কেন্দুজিৎ রায় সহ আত্মীয়স্বজন, গুণমুগ্ধ ও অসংখ্য ছাত্রছাত্রী।