সাইক্লোনের ভ্রকুটি বঙ্গোপসাগরে, মুখ্যমন্ত্রীর জরুরী বৈঠক

৩ মে : ফের একবার সাইক্লোনের ভ্রকুটি বঙ্গোপসাগরে! আগামী ৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘুর্নাবর্ত। আর তা ধীরে ধীরে সাইক্লোনের আকার নিতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

ইতিমধ্যে মৌসম ভবনের ( India Meteorological Department) তরফে সাইক্লোন তৈরির একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে এই বৈঠক। আর সেখানে যে কোনও পরিস্থিতির জন্যে আধিকারিকদের তৈরি থাকতে বলা হয়েছে। দ্রুত সাইক্লোন সেন্টারে মানুষজনকে সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে যারা নিচু এলাকাতে থাকেন তাঁদের দ্রুত সরানোর কথা বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনে সাইক্লোন ‘মোচা’ আছড়ে পড়ার পর পরিস্থিতি সামলাতে যোজনা তৈরি রাখার কথাও আধিকারিকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের।

তার প্রভাব পড়বে উত্তর বঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৬ তারিখ থেকেই বদলে যাবে আবহাওয়া। কালবৈশাখীর মত পরিস্থিতিও তৈরি হতে পারে।

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। ৩ মে থেকে দুই বঙ্গের আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্র বিদ্যুত্‍ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও ৫ মে কলকাতার তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে তাপপ্রবাহের

Author

Spread the News