দিল্লিতে ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ

৪ মার্চ : বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণের অপচেষ্টার অন্যতম চক্রান্ত স্বরূপ প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা, বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২২ সংসদে পাস করানোর অপচেষ্টা ইত্যাদির বিরুদ্ধে আজ দিল্লির জন্তরমন্তরে আসাম সহ দেশের বিভিন্ন রাজ্যের হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক ধরনায় সামিল হন। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় কমিটির সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বে পরিচালিত ধর্ণায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক কে ভেনুগোপাল ভাট সহ বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহক সংগঠনের নেতৃবৃন্দ। অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর অন্যতম উপদেষ্টা বিমল দাস বক্তব্য রাখেন।

দিল্লিতে ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ

ধরনায় বরাক উপত্যকার তিন জেলা থেকে মোট পনেরো জন প্রতিনিধি যোগদান করেন এদের মধ্যে অন্যতম সুশীল পাল, মোহন লাল মালা, গোপাল পাল, রামকুমার বাগতি প্রমুখ রয়েছেন। অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর অন্যতম আহ্বায়ক অজয় আচার্য জানান ধরনা শেষে একটি স্মারকপত্র কেন্দ্রীয় শক্তিমন্ত্রীর কাছে প্রদান করা হয়। স্মারকপত্রে বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণের অপচেষ্টার তীব্র বিরোধিতা করা হয় এবং আসাম সহ বিভিন্ন রাজ্যে প্রিপেইড স্মার্ট মিটার বসিয়ে গ্রাহকদের যে লুণ্ঠন করা হচ্ছে তা উল্লেখ করে প্রিপেইড স্মার্ট অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

দিল্লিতে ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ

তিনি বলেন, আগামীকাল দিল্লির সাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিদ্যুৎ গ্রাহকদের জাতীয় অভিবর্তন। সেখানে বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিদ্যুৎ খণ্ডের শ্রমিক, কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন। সেখান থেকে পরবর্তী আন্দোলনের কার্যসূচি তৈরি করা হবে।

Author

Spread the News