ভুবনডহর বাগানে নীহাররঞ্জনের সমর্থনে নির্বাচন সভা

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ধলাই বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের প্রচার তুঙ্গে চালিয়ে যাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা, দলীয় প্রার্থী নীহাররঞ্জন দাসকে জয়ী করার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা জনগণকে একত্রিতভাবে চষে বেড়াচ্ছেন। শনিবার সকালে ভুবনডহর বাগানে দলীয় প্রার্থী নীহাররঞ্জন দাসকে নিয়ে এক রাজনৈতিক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা তথা বেঙলি স্পিকিং ডেপলাপমেন্ট কাউন্সিলর চেয়ারম্যান রূপম সাহা বলেন, কংগ্ৰেস শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া করেছে,আর বিজেপি শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আজও কাজ চালিয়ে যাচ্ছে। উপস্থিত উপার্জন রুয়েল ডেপলাপমেন্ট সোসাইটির সভাপতি রাজকুমার দাস বলেন, বিজেপি প্রার্থী নীহার রঞ্জন দাস একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতা, তাছাড়াও দলের স্বার্থে সুদীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছেন,তাই ধলাইবাসী সবাই উনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে আগামী দিনে ধলাইর ব্যাপক উন্নয়ন ঘটবে।

তিনি আরও বলেন, আগামী উপনির্বাচনে যদি বিজেপি প্রার্থী নীহার রঞ্জন দাস জয়ী হন তাহলে তিনি উনার বেসরকারি সামাজিক সংস্থার পক্ষ থেকে এই বিধানসভার অন্তর্ভুক্ত ১২ টি বাগানের ছেলে-মেয়েদের সেলাই ও নার্সিং ট্রেনিংয়ের কাজ সম্পূন্ন বিনামূল্যে শিখাবেন বলে প্রতিশ্রুতি দেন। প্রার্থী নীহাররঞ্জন দাস বলেন, কংগ্ৰেস দলকে মানুষ এখন আর বিশ্বাস করছে না, বিজেপি দল কাজের পরবর্তিতে ভোট চায়, আর কংগ্রেস দুর্ণীতি চালিয়ে যাওয়ার জন্য ভোট চায়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ললিতা প্রসাদ মালা, রাজীব দাস, বলরাম বর্মা, সুদীপ নাগ, বাবুল রবিদাস, রাজেন আচার্য, রাম দুলাল ভর সহ অন্যান্যরা।

ভুবনডহর বাগানে নীহাররঞ্জনের সমর্থনে নির্বাচন সভা

Author

Spread the News