গৌরচন্দ্র দাসের সমর্থনে ধলাইয়ে একাধিক স্থানে নির্বাচনী সভা
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : বিধানসভা উপনির্বাচনের এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থী গৌরচন্দ্র দাসের সমর্থনে রুকনি চা বাগান, দিদারখোস, যোগীরবন্দ ও ভাগাবাজারের মণিপুরি মার্কেটে পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার পথসভায় বক্তব্য রাখেন দলের প্রার্থী গৌরচন্দ্র দাস, দলের রাজ্য কমিটির সদস্য যথাক্রমে অরুণাংশু ভট্টাচার্য, ভবতোষ চক্রবর্তী, ময়ূখ ভট্টাচার্য, কাছাড় জেলা কমিটির সদস্য যথাক্রমে মাধব ঘোষ, হিল্লোল ভট্টাচার্য, সঞ্চিতা শুক্ল, স্বাগতা ভট্টাচার্য প্রমুখ।
বক্তারা বলেন, ধলাই বিধানসভা কেন্দ্রের বহু গ্রামের সড়ক ও সাঁকো এখনও জরাজীর্ণ। জীবনের ঝুঁকি নিয়ে জনগণ চলাফেরা করেন। উপার্জনের একমাত্র মাধ্যম ভিন্ন রাজ্যে স্বল্প বেতনে হাজিরা খাটা, সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রায় ধ্বংস হয়ে গেছে। অথচ উন্নয়নের ভগীরথ সেজে নির্বাচনের সময় শাসকদলের নেতারা প্রচার চালাচ্ছেন ভোটে জিতলেই উন্নয়নের বন্যা বাইবে। কিন্তু নির্বাচন ফুরিয়ে গেলে তাঁদের আর দেখা মিলবে না। ধলাই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিগত দিনে যারা মন্ত্রী হয়েছেন তারা যে উন্নয়নের প্রশ্ন চরম ব্যর্থ তা আর বলতে হয় না। শাসকদল সাধারণ মানুষকে সমস্ত ধরনের উন্নত পরিষেবা থেকে বঞ্চিত করে শুধু বিনামূল্যে সামান্য পরিমাণ চাল ও অরুণোদয় প্রকল্পের মাধ্যমে অতি সামান্য কিছু টাকা দিয়ে দেখানো হচ্ছে যে সরকার কত জনদরদী। অথচ সেখানেও চলছে স্বজন পোষণ ও চরম দুর্নীতি। এসব প্রকল্পে শাসক দলের নেতাদের কাছের লোকদেরকে ও দুর্নীতির মাধ্যমে হিতাধিকারী বেছে তালিকা তৈরি করা হয়। বিগত কংগ্রেস সরকারের আমলে জনগণ যে ভাবে চরম দুর্নীতির শিকার হয়েছেন এখনও তার অন্যথা হচ্ছে না। ফলে একদিকে উপযুক্ত কর্মসংস্থানের অভাব, নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটার প্রতিস্থাপন করে অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল সংগ্রহ ও সরকারি প্রকল্পে সীমাহীন দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই পরিস্থিতিতে জনজীবনের গুরুত্বপূর্ণ এসব সমস্যাগুলো সমাধানের দাবিতে প্রয়োজন ছিল ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা, অথচ বিরোধী রাজনৈতিক দলগুলো সে পথে না গিয়ে সরকারের কাজকর্মের বিরুদ্ধে যে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে ব্যস্ত। অন্যদিকে শাসক দল তাদের অপশাসন অব্যাহত রাখতে জাতি, ধর্ম, ভাষা, বর্ণের নামে বিভাজনের খেলায় মেতেছে, যার বলি হচ্ছেন নিরপরাধ শ্রমজীবী মানুষ। এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে জনজীবনের সমস্যা সমাধানের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলেন আন্দোলন ছাড়া অন্য কোন উপায়ে দাবি আদায় সম্ভব নয়।
বরাক উপত্যকার ঐতিহাসিক মাতৃভাষা আন্দোলনের মধ্য দিয়েই জনগণ পেয়েছেন মাতৃভাষায় লেখাপড়া ও সরকারি কাজকর্মের অধিকার। মাতৃভাষা আন্দোলনের সেই চেতনাকে পাথেও করে পরবর্তী সংগঠিত আন্দোলনের পথেই আমরা আদায় করা হয়েছে বিভিন্ন গণদাবী। দেশের পুঁজিপতি শ্রেণীর স্বার্থরক্ষাকারী দল বিজেপি, কংগ্রেস ও বিভিন্ন আঞ্চলিক দল যে জনজীবনের সমস্যা সমাধানের দাবিতে এগিয়ে আসবে না তা তো বলাই বাহুল্য। তারা বলেন, এই উপনির্বাচনে ধলাই বিধানসভা কেন্দ্র থেকে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগ্রামী যুবনেতা কমরেড গৌরচন্দ্র দাস। দলের পক্ষ থেকে গৌর চন্দ্র দাসকে বিপুল ভোটে নির্বাচিত করতে ভোটদাতা জনসাধারণের প্রতি বক্তারা আবেদন জানান।