নাগাল্যান্ডে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত, প্রার্থীর ঘরে গুলি

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : নাগাল্যান্ডে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। শনিবার সন্ধ্যায় ডিমাপুরে এনডিপিপি প্রার্থী মোয়াতোশির বাড়িতে বন্দুকধারীরা গুলি চালায়। ঘটনাটি নাগাল্যান্ডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় এনডিপিপি প্রার্থী মোয়াতোচি ২ ডিমাপুর দ্বিতীয় এসির বাসভবনে গুলি চালানো হয়।

খবরে বলা হয়েছে, লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) সমর্থকরা দুটি গাড়িতে প্রার্থীর বাড়িতে এসে গুলি চালায়। এলজেপি (আরভি) সমর্থকরা এনডিপিপি প্রার্থী মোয়াতোশি লঙ্কুমারের বাড়িতে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এনডিপিপি প্রার্থী মোয়াতোশির বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কিন্তু অপরাধীদের এখনও শনাক্ত করা যায়নি।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ডিমাপুর-২ আসনে তিনজন প্রার্থী রয়েছেন- মোওয়াতোশি লংকুমার (এনডিপিপি), এস আমেন্তো সিসি (কংগ্রেস) এবং ওয়াই ভিখেসো আওমি (এলজেপি-আরভি)। নির্বাচন পূর্ব সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Author

Spread the News