বামুনীমৈদামে পূজা মণ্ডপে হত্যাকাণ্ড : গ্রেফতার আট অভিযুক্ত
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : গুয়াহাটি মহানগরের বামুনীমৈদাম রেলওয়ে কলোনির কালীবাড়ি জাগৃতি সংঘের দুর্গাপূজা মণ্ডপে হত্যাকাণ্ডের ৮ জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। জুবিন গর্গের গান বাজানোর অনুরোধ করায় অবিনাশ রজক (২৬) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে উন্মত্ত যুবকদের একটি দল। দুর্গাপূজা মণ্ডপে নাচতে নাচতে অবিনাশ জুবিন গর্গের গান বাজাতে অনুরোধ করেছিল।
অভিযোগ অনুযায়ী, এতে উত্তেজিত হয়ে সুজিত সরকার ও রাতুল বরা-র নেতৃত্বে ২০-২৫ জন যুবকের একটি দল অবিনাশ রজককে বেধড়ক মারধর করলে গুরুতরভাবে আহত হয়। পরে আহত অবস্থায় অবিনাশকে গীতানগরের KGMT হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে সে শেষনিঃশ্বাস ত্যাগ করে।
এই ঘটনাটি নিয়ে শনিবার চানমারি থানায় একটি সংবাদ সম্মেলন করেন DCP অমিতাভ বসুমতারি। তিনি জানান, ঘটনার দিন থেকেই পলাতক থাকা ৮ জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে US 103(2) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ‘‘কিছু অভিযুক্ত প্রমাণ লুকানোর চেষ্টা করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে সময়মতো কিছু জানায়নি। যদি তা জানানো হতো, তাহলে হয়তো অবিনাশের মৃত্যু এড়ানো যেত। ঘটনাস্থলে উপস্থিত সবাই মদ্যপ অবস্থায় ছিল এবং সেই অবস্থাতেই এই হত্যাকাণ্ড ঘটে।’’
তিনি আরও জানান, ‘‘কমিটির সকল সদস্য ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। প্রমাণ নষ্ট ও লুকাতে চেষ্টা করেছিল। এমনকি মণ্ডপের CCTV ক্যামেরাও খুলে ফেলে। উদ্ধার হওয়া একটি CCTV ফুটেজও নষ্ট করে ফেলা হয়। এখনও পলাতক থাকা ১০ জন অভিযুক্তকেও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।’’
DCP বসুমতারি আরও জানান, রাজু দত্ত, গোপাল দাস, বসন্ত বাসফর ওরফে রাজা, বিশাল চক্রবর্তী, বিজু শীল, রমেন দাকোয়া, শুভেন্দ্র শেখর রায় এবং বরণ চক্রবর্তী – এই আটজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ২৩৯/২৫ নম্বরে মামলা রুজু করেছে পুলিশ এবং অভিযুক্তদের বিরুদ্ধে US 103(2) ধারায় অভিযোগ আনা হয়েছে।