পাকিস্তানে ভূমিকম্পে কাঁপল
১৫ নভেম্বর : ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। বুধবার ভোরে কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ৫.২। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার ভোর ৫টা ৩৫মিনিট নাগাদ মাটি কেঁপে ওঠে পাকিস্তানের। কম্পনের উত্সস্থল ভূগর্ভ থেকে ১৮ কিলোমিটার গভীরে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার ভূমিকম্প হয়েছিল শ্রীলঙ্কার কলম্বোয়। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ৩১মিনিট নাগাদ কলম্বো থেকে ১৩২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.২।