আন্তর্জাতিক বধির গণ সপ্তাহ  উপলক্ষে কান পরীক্ষা এনপিপিসিডি-র

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বধির গণ সপ্তাহ ও আন্তর্জাতিক ইঙ্গিত ভাষা দিবস উপলক্ষে কান পরীক্ষা সহ এক বিশেষ সচেতনতা সভার আয়োজন করে রাষ্ট্রীয় বধিরতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যসূচি (এনপিপিসিডি)। শনিবার রাষ্ট্রীয় শিশু স্বাস্থ্য কার্যসূচী  (আরবিএসকে)-এর সহযোগিতায় শিলচর নগর শিক্ষা খণ্ড অধীনস্থ অম্বিকাপুরস্থ সুরেশ গোয়ালা নিম্ন প্রাথমিক স্কুলে স্কুল পড়ুয়াদের এই বিশেষ কান পরীক্ষা ও কানের যত্ন, বধিরতা প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

স্কুলের কচিকাঁচা পড়ুয়াদের এদিন কান পরীক্ষা করে শিলচর সিভিল হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ (মিসেস) জুরি শর্মা, আর বিএসকে-র চিকিৎসক ডাঃ অপর্ণা কুর্মী, সিভিল হাসপাতালের অডিওলোজিস্ট আলোক বিশ্বাস প্রমুখ। ডাঃ শর্মা অনুষ্ঠানে কানের যত্ন ও বধিরতা প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন ডাঃ শর্মা। কানে না শোনা থেকেই কথা না বলা। ছোট বেলায় এই রোগ শনাক্ত হলে বধিরতা নির্মূল সম্ভব হয়। আর যদি অপ্রতিরোধ্য হয়, তবে তার ইঙ্গিতবাহী ভাষার অনেক উন্নতি হয় বলে মন্তব্য করেন। জন্মগত বধিরতা মানে কানে ক্রুটি থাকা অথবা কানের অযত্নের বিষয়টি উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক বধির গণ সপ্তাহ  উপলক্ষে কান পরীক্ষা এনপিপিসিডি-র

অনুষ্ঠানে বধিরতা প্রতিরোধ, কানের যত্ন ইত্যাদি বিষয়ের প্রচারপত্র বিলি করা হয় এবং সেটা কচিকাঁচাদের বুঝিয়ে দেন ডাঃ জুরি শর্মা, ডাঃ অপর্ণা কুর্মী ও আলোক বিশ্বাস। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা প্রদর্শনে প্রধান শিক্ষক নুরুল ইসলাম মজুমদারের প্রতি সাধুবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক বধির গণ সপ্তাহ  উপলক্ষে কান পরীক্ষা এনপিপিসিডি-র
আন্তর্জাতিক বধির গণ সপ্তাহ  উপলক্ষে কান পরীক্ষা এনপিপিসিডি-র

Author

Spread the News