হাইলাকান্দিতে সংখ্যালঘুদের মধ্যে ই-রিকশা বণ্টন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : হাইলাকান্দি জেলায় অসম মাইনোরিটি ডেভলপমেন্ট বোর্ডের অধীনে আটটি ই-রিকশা অনুদান হিসাবে বণ্টনের সূচনা করা হয়েছে। বুধবার জেলার আয়ুক্ত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রিকশা গুলি বণ্টনের সূচনা করেন ডিডিসি এল্ডাড ফাইরিম। অনুষ্ঠানে এডিসি দীপমালা গোয়ালা এবং সাব ডিভিশনের ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অফিসার অনুসৃত কাইশ্যক দাস উপকৃতরা যাতে পাওয়া‌ অনুদান যথাযথভাবে সদ্ব্যবহার করতে পারেন সেদিকে নজর রাখতে বলেন।

উল্লেখ্য, একেকটি ই-রিকশার। মূল্য ১ লক্ষ ৪০ হাজার। এরমধ্যে ২০ শতাংশ উপকৃতরা দেবেন বাকি ৮০ শতাংশ সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে। বুধবার সাতটি বণ্টন করা হয়েছে।

হাইলাকান্দিতে সংখ্যালঘুদের মধ্যে ই-রিকশা বণ্টন

Author

Spread the News