দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মর্ত্যলোকে এসেছেন দেবী দুর্গা। শুরু হল দুর্গোৎসব। শনিবার পঞ্চমীতে দেবীর বোধন (জাগ্রত) সম্পন্ন হওয়ার পর আজ রবিবার মহাষষ্ঠীতে তিনি আমন্ত্রিত ও পূজিত হবেন। তবে গতকাল থেকে ঢাকের বোল, চণ্ডীপাঠ, মন্ত্রোচ্চারণ, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বেশ কয়েকটি পূজামণ্ডপ। ষষ্ঠীতে দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে। আজ সকালে বেলগাছ তলে দেবীর আবাহন, সংকল্প এবং ‘ত্রিনয়নী’ দুর্গা দেবীর নিদ্রা ভাঙিয়ে পূজার্চনার মাধ্যমে তাকে বরণ করা হবে। আগামীকাল মহাসপ্তমীর দিন থেকে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর মহাদশমী পূজা অনুষ্ঠিত হবে। দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের দুর্গোৎসবের।

দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

ধর্মগ্রন্থ মতে, এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে (হাতির পিঠে) এবং বিদায় হবে দোলায় (পালকিতে চড়ে)। গজে আগমনের অর্থ শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলার প্রতীক। পূজা শেষে দেবীর প্রস্থান হবে দোলায় (পালকি) চড়ে, যা মহামারী বা মড়কের ইঙ্গিত বহন করে।

এ দিকে, মা দুর্গার আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের জীবন হোক সুখ, সুস্বাস্থ্য আর সমৃদ্ধিতে ভরপুর। এই কামনা রেখে পুজোর শুভেচ্ছা জানায় বরাক তরঙ্গ গ্রুপ।

Spread the News
error: Content is protected !!