দুরন্ত জামালপুর এফসি মাতৃভূমি কাপের কোয়ার্টারে

কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : প্রত্যাশিতভাবেই ধলাইর মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল শক্তিশালী জামালপুর এফসি। সোমবার স্থানীয় বামনিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চলিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় প্রতিপক্ষ অঞ্জলি এফসি নুতন বাজারকে ৩-১ গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। 

এদিন পুরো মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ। দুপুর ১২-৩০ ঘটিকা থেকে মাঠে প্রবেশ করতে থাকে উৎসুক ফুটবল প্রেমী দর্শক। খেলাট প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে জামালপুর এফসি। প্রথমার্ধের ১৫ ও ২১ মিনিটে পর পর দুটি গোল করেন জামালপুর এফসি দলের খেলোয়াড় প্রেম ও নয়ন। বিপরীতে প্রথমার্ধে অঞ্জলি এফসি নুতন বাজার দলের হয়ে খেলার ৩০ মিনিটে একমাত্র গোল করেন এমা। ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে দুই দলের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠে। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে জামালপুর এফসি-র পক্ষে জয়সূচক গোল করেন ডেভিড। 

এদিন অনবদ্য ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় ডেভিড। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি কাছাড় জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার অমিয়কান্তি দাশ, সমাজসেবী আব্দুল বারি লস্কর ও রইছ আহমেদ মজুমদার, কাবুগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি জাবির আহমেদ মজুমদার।

এদিন খেলা পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মণ ও হোসেন আহমেদ। মঙ্গলবার কোন খেলা নেই। আগামী ২৭ আগস্ট বুধবার প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব রাজনগরের মুখোমুখি হবে লোকনাথপুর এফসি।

Spread the News
error: Content is protected !!