আবহাওয়া পক্ষে, মহা শিবরাত্রিতে ভুবনতীর্থে পুণ্যার্থীর ঢল

দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : মহা শিবরাত্রিকে ঘিরে বরাক উপত্যকা তথা দক্ষিণ অসমের ঐতিহ্যবাহী শৈবতীর্থে ভুবনতীর্থে শুক্রবার পুণ্যার্থীদের ঢল নামল। আবহাওয়া অনুকুল থাকার কারণে রেকর্ড পরিমাণ পুণ্যার্থী পাহাড়ে চড়েছেন বলে ধরে নেওয়া হচ্ছে। শুক্রবার সকাল থেকে শিব ভক্তদের পাহাড়মুখী হতে দেখা যায়। তবে দুপুরের দিকে প্রখর রোদের কারণে ভিড় কিছু কম হলেও সন্ধ্যা দিকে ভিড় বাড়তে থাকে। আর রাতে ভুবনতীর্থে উঠার কৃষ্ণপুর রাস্তা লোকে লোকারণ্য হয়ে পড়ে। একই ভাবে মতিনগর রাস্তা দিয়ে উঠছেন পুণ্যর্থীরা।

আবহাওয়া পক্ষে, মহা শিবরাত্রিতে ভুবনতীর্থে পুণ্যার্থীর ঢল

এদিকে, মতিনগর রাস্তা দিয়েও প্রচুর ভক্ত পাহাড়ে উঠেছে বলে জানা গেছে। পঞ্জিকা মতে ত্রয়োদশী তিথি বৃহস্পতিবার রাত ১০-৭ মিনিট থেকে শুরু হয়ে শুক্রবার রাত ৮ টায় শেষ হয়েছে। আর শুক্রবার রাত ৮ টা থেকে চতুর্দশী তিথি শুরু হয়েছে। জানা যায়, রাত নটা পর্যন্ত প্রায় দেড় লক্ষ পুণ্যার্থী ভুবনবাবার পুজো দিয়ে পাহাড় থেকে নেমে এসেছেন। শনিবার বিকেল ৫-৪৭ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি থাকায় পুন্যার্থীর সংখ্যা ৩ লক্ষ পার হওয়ার সম্ভাবনা।

আবহাওয়া পক্ষে, মহা শিবরাত্রিতে ভুবনতীর্থে পুণ্যার্থীর ঢল

এদিকে, পুণ্যার্থীদের সেবায় এগিয়ে এসেছে বিভিন্ন দল সংগঠন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণপুর রাস্তা ও মতিনগর রাস্তায় ভক্তদের মধ্যে খিচুড়ি, পানীয়জল বিতরণ করা হচ্ছে। এ ছাড়া পুণ্যার্থীদের নিরাপত্তার দিক বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আবহাওয়া পক্ষে, মহা শিবরাত্রিতে ভুবনতীর্থে পুণ্যার্থীর ঢল

ভুবন পাহাড়ের চুড়ায় অনুষ্ঠিত হওয়া ভুবন মেলা সহ মতিনগর, কৃষ্ণপুর দুটি রাস্তা পর্যবেক্ষণের জন্য পাঁচজন ম্যাজিস্টেট নিয়োগ করা হয়েছে। স্থানে স্থানে পুলিশ, মহিলা পুলিশ, ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তীর্থস্থানে কেও মাদক নিয়ে যেতে না পারেন তার জন্য আবগারি বিভাগের পক্ষ থেকে তল্লাশি চলছে। এছাড়া শিবির করে রয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। রয়েছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে শৌচালয় ও পানীয়জলের ব্যবস্থা এবং অগ্নি নির্বাপক বাহিনী, অ্যাম্বুলেন্স পরিসেবাও।

Author

Spread the News