আর্থিক অভাবে ধুঁকছে পাকিস্তান, রাত সাড়ে ৮টায় মার্কেট, শপিং মল ও দশটায় বিয়েবাড়ি বন্ধের নির্দেশ

৪ জানুয়ারি : আর্থিক অভাবে ধুঁকছে প্রতিবেশী দেশ পাকিস্তান। সেখানে এতটাই অভাব-অনটন দেখা দিয়েছে যে সিলিন্ডারে ভরে নয়, প্লাস্টিক ব্যাগে ভরে গ্যাস (Gas) বিক্রি করা হচ্ছিল। এবার আরও এক ধাপ এগিয়ে কড়া সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। মঙ্গলবার ঘোষণা করা হল শক্তি সংরক্ষণ করতে এবার থেকে আগে মার্কেট, শপিং মল ও বিয়েবাড়ি আগেভাগে বন্ধ করে দেওয়া হবে।

আর্থিক অবস্থা পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার পাকিস্তানের ক্যাবিনেটের তরফে জাতীয় শক্তি সংরক্ষণ পরিকল্পনা বা ন্যাশনাল এনার্জি কনজারভেশন প্ল্যানে (National Energy Conservation Plan) সম্মতি দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, এবার থেকে আমদানি করা তেলের উপরে নির্ভরশীলতা কমাতে হবে।

মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বলেন, “এবার থেকে রাত সাড়ে আটটায় মার্কেট ও শপিং মলগুলি বন্ধ করে দেওয়া হবে। বিয়েবাড়িগুলিও রাত ১০টার মধ্যে বন্ধ করে দিতে হবে। শক্তি সংরক্ষণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমাদের ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) অর্থ সঞ্চয় হবে।”

Author

Spread the News