বৃষ্টিতে বিঘ্ন ডিএসএ-র ফুটবল ম্যাচ, ৮ জুলাই পর্যন্ত খেলা বন্ধ
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ জুলাই : বৃষ্টিতে বিঘ্নিত হল পরেশচন্দ্র দাসগুপ্ত স্মৃতি এ ডিভিশন লিগ কাম নক আউট ফুটবল টুর্নামেন্টে। বৃহস্পতিবার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে বৃষ্টির দরুন পুরো ম্যাচ খেলা হলো না
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এদিনের ম্যাচে মাঠে নামে রংমাই নাগা ইয়ুথ ক্লাব ও শিলচর ফুটবল অ্যাকাডেমি। খেলা হয় ৭২ মিনিট। এসময়ে মুষলধারে বৃষ্টি পড়লে নির্ধারিত সময় পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেননি রেফারি। রেফারির রিপোর্ট অনুযায়ী ম্যাচের ৭২ মিনিট অবধি খেলা চালিয়ে যাওয়ার পর খেলা বন্ধ করেন এবং পরবর্তীতে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করেন। কিন্তু দিনের আলো থাকা অবস্থায় বৃষ্টি আর থামেনি। এই অবস্থায় খেলার সমাপ্তি ঘোষণা করেন। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত তিন গোলে এগিয়ে থাকে শিলচর ফুটবল অ্যাকাডেমি।
এদিকে, ম্যাচের ফয়সালা বিষয়ে ফুটবল শাখা সচিব বিকাশ দাস জানান, এনিয়ে সভা হবে এবং সিদ্ধান্ত নেয়া হবে। তিনি এও জানান, বর্তমান বন্যা পরিস্থিতির অবনতি হওয়াতে আগামী ৮ জুলাই পর্যন্ত খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।