টি-শার্ট দিয়ে দ্বিবিজাদের উৎসাহিত করল ডিএসএ

যোরহাটের উদ্দেশ্যে সোমবার যাচ্ছে শিলচরের টিটি দল

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : ৭২ তম আন্তঃজেলা টেবিল টেনিসে অংশ নিতে  শিলচরের টিটি দল যোরহাটের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে সোমবার দুপুরে। যোরহাটে প্রতিযোগিতা হবে ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর।  ইনডোর সচিব অনিমেষ চন্দ জানিয়েছেন, রবিবার  খেলোয়াড় সহ ম্যানেজার ও কোচকে টি-শার্ট দেওয়া হয়েছে। আবার এন্ট্রি ফি এবং রাস্তায় খাওয়া খরচ বাবদ  খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশত  টাকা করে।  এরআগে যা একসঙ্গে দেওয়া হত দলের ম্যানেজারের কাছে। খেলোয়াড় পিছু  পনেরোশো টাকা যাবে এন্ট্রিতে। বাকি দু’হাজার খাওয়া বাবদ। কোচ এবং ম্যানেজারকে  দেওয়া হয়েছে তিন হাজার একশো টাকা করে। 

দল : অনূর্ধ্ব ১১ – বিপ্রজিত পাল, এম জেনিথ সিংহ। অনূর্ধ্ব ১৩ – দৃষ্টান্ত রায়, প্রাঞ্জল দাস। অনূর্ধ্ব ১৫- যশরাজ পাল, আয়ুষ বরভুইয়া। অনূর্ধ্ব ১৭- প্রিয়াংশু পাল, সমৃদ্ধ ধর। পুরুষ – ঋতজ্যোতি রায়, শঙ্কর দে, সুরঞ্জন শর্মা। মেয়েদের গ্রুপ : অনূর্ধ্ব ১১- দ্বিবিজা পাল, আরুহী নাথ। অনূর্ধ্ব ১৩ – রাহিনী দেব। অনূর্ধ্ব ১৫- ধনাক্ষি সাহা। অনূর্ধ্ব ১৭- কাজরি কর। মহিলা – স্নেহা শর্মা।
কোচ- পার্থ দেব। ম্যানেজার: পৃথ্বীশ পাল।

টি-শার্ট দিয়ে দ্বিবিজাদের উৎসাহিত করল ডিএসএ
Spread the News
error: Content is protected !!