ডিএসএ-র শিশুতোষ বসাক স্মৃতি সি ডিভিশন ফুটবল শুরু

ডিএসএ-র শিশুতোষ বসাক স্মৃতি সি ডিভিশন ফুটবল শুরু

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : শিলচর ডিএসএ-র শিশুতোষ বসাক স্মৃতি সি ডিভিশন প্রাইজমানি নকআউট ফুটবল শুরু হল। বুধবার শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচ জেতে পালংঘাটের মুনলাইট ক্লাব। তারা হারায় ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনকে। ৩-০ ব্যবধানে। মুনলাইটের বেঞ্জামিন সিনহা, সমীর লংলাম ও নংডন সানা একটি করে গোল করেন। যথাক্রমে ৪৮, ৬৮ ও ৭০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচিতি পর্বে ছিলেন শিলচর স্পোর্টিং ক্লাবের প্রাক্তন সভাপতি মানিক পাল চৌধুরী, প্রাক্তন ফুটবলার রায় সত্যবান রায়, শিশুতোষ বসাকের ভাই তথা স্পনসর প্রাণতোষ বসাক (দাশু), ডিএসএ-র সচিব অতনু ভট্টাচার্য, সহসচিব দেবাশিস সোম, অরিজিৎ গুপ্ত ও অজয় কুমার রায়, ফুটবল সচিব বিকাশ দাস, সহকারী ফুটবল সচিব অতনু চৌধুরী, সাংস্কৃতিক সচিব প্রণব কল্যাণ দে সহ ভরত হাজাম, নির্মাল্য নাথ প্রমুখ প্রাক্তন ফুটবলার।

ডিএসএ-র শিশুতোষ বসাক স্মৃতি সি ডিভিশন ফুটবল শুরু

দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার কাছাড় স্পোর্টিং ক্লাব এবং প্রথম পল্লী ক্লাব মুখোমুখি হচ্ছে। এবারের আসরে অংশ নিচ্ছে মোট বারোটি দল। দলগুলি হলো যথাক্রমে ইয়ুথ ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন, মুনলাইট ক্লাব, ক্লাব আমরা, কাছাড় স্পোর্টিং ক্লাব, প্রথমপল্লী ক্লাব, স্পিরিট ইউনিয়ন, উধারবন্দ লায়ন্স, স্পোর্টিং স্পিরিট ইয়ুথ ক্লাব, রেফারিজ ট্রেনিং সেন্টার, পূবালী ক্লাব, ভেটারেন এফসি এবং গে ক্যাভেলার। সবক’টি ম্যাচ হবে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে। রোজ দুপুর দুটোয় খেলা শুরু হলেও আগামী ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি খেলা শুরু হবে দুপুর একটায়। খেলা হবে নক আউট ভিত্তিতে। অর্থাৎ, প্রথম দিনই বিদায় নিল ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।

ডিএসএ-র শিশুতোষ বসাক স্মৃতি সি ডিভিশন ফুটবল শুরু

আগামী ১৮ও ১৯ ফেব্রুয়ারি হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ২১ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি ছাড়াও দশ হাজার ও পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া থাকছে ব্যক্তিগত প্রদর্শনের ভিত্তিতে কিছু পুরস্কার।

Author

Spread the News