লোকসভা নির্বাচন : হাইলাকান্দিতে ড্রাই ডে ঘোষণা
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে হাইলাকান্দি জেলাতে আগামী ২৪ এপ্রিল বিকেল পাঁচটা থেকে ২৬ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।একইভাবে ৪ জুন ভোট গণনার দিন ও জেলায় ড্রাই ডে বহাল থাকবে। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতম এক নির্দেশে লোকসভা নির্বাচনের জন্য গোটা জেলায় ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত সম্পুর্ন ড্রাই ডে ঘোষণা করেছেন।। আসামের আবগারি বিভাগ, জনপ্রতিনিধিত্ব আইন 1951-এর ধারা 135(C) এর অধীনে এবং আসাম আবগারি বিধি 2016-এর বিধি 326(A) এর অধীনে ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিভারে ২৪ এপ্রিল বিকাল পাঁচটা থেকে ২৬ এপ্রিল ৪৮ ঘন্টা পর্যন্ত হাইলাকান্দি জেলা জুড়ে ড্রাই ডে ঘোষণা করেছেন।
করিমগঞ্জ এইচপি (দ্বিতীয় পর্ব) এর সংসদীয় নির্বাচনী এলাকার সাধারণ নির্বাচনের প্রেক্ষিতে এই ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য ২৬ এপ্রিল নির্বাচন এবং ৪ মে ভোট গণনার দিন গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সমগ্র জেলায় এই ড্রাই ডে বহাল থাকবে। তাছাড়া ওই দিনগুলোতে হাইলাকান্দি জেলা জুড়ে যে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর কোনও নেশাজাতীয় দ্রব্য রাখাও নিষিদ্ধ। হাইলাকান্দি জেলার সমস্ত আইএমএফএল পাইকারি গুদাম/অফ/অন’ লাইসেন্স প্রাপ্ত মদের দোকান এবং কান্ট্রি স্পিরিট খুচরা বিক্রয়ের দোকানও সে অনুযায়ী বন্ধ থাকবে। এই আদেশের যে কোনও লঙ্ঘন অসম আবগারি আইনের প্রাসঙ্গিক বিধান এবং বিধি এবং জন প্রতিনিধিত্বের অধীনে কড়া পদক্ষেপ গ্রহন করা হবে।