স্ত্রী ও কোলের শিশুর ওপর দা দিয়ে আক্রমণ মদ্যপ যুবকের, ধৃত

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : স্বামীর কথা মতো খাবার না দেওয়ায় স্ত্রী ও শিশুর ওপর প্রাণঘাতী আক্রমণ করল মদ্যপ যুবকের। যুবকের বটি দা এর আঘাতে গুরুতর আহত হলেন মা ও শিশু। এরপর মাতাল যুবককে বেধে রাখে পুলিশ খবর দিলেন গ্রামবাসী। গুরুতর আহত শিশু ও মাকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনা দক্ষিণ ধলাইয়ের শেওড়ারতল গ্রাম পঞ্চায়েতের অসম-মিজোরাম সীমান্তবর্তী কর্কট গ্রামের।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ২ টার দিকে গ্রামের বাসিন্দা হোসেন আহমদ শেখ আরও তিনজন মিজো যুবককে সঙ্গে নিয়ে বাড়িতে মদ পান করছিলেন। এক পর্যায়ে তিন মিজো যুবক সহ তাকে খাবার দিতে স্ত্রী সাবিরা বেগমকে আদেশ করেন হোসেন আহমদ। মিজো যুবকদের জন্য খাবার রান্না করিনি বলে জানান সাবিরা। এতে ক্ষেপে যায় হোসেন আহমদ। সে প্রথমে হাতের কাছে থাকা জ্বালানি কাঠ দিয়ে স্ত্রীকে মারতে শুরু করে। একপর্যায়ে ঘরে থাকা বটি দা হাতে নিয়ে সাবিরার ও তার কোলে থাকা ১৩ মাসের শিশু রোহান আহমদকে কোপাতে শুরু করে মাতাল হোসেন আহমাদ। ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন আশপাশের মানুষ। স্থানীয় মানুষ তাকে নিরস্ত্র করে বেধে রাখেন। আহত মা ও শিশুকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। বিষয়টি অবগত করান ধলাই পুলিশকেও।

এদিকে, আহত মা ও শিশুকে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।  ঘটনার খবরে দলবল  নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার সাব ইন্সপেক্টর ধর্মেশ্বর ডেকা ও প্রাঞ্জল লকড়া। তারা ঘাতক হোসেন আহমদকে থানায় নিয়ে আসেন।

স্ত্রী ও কোলের শিশুর ওপর দা দিয়ে আক্রমণ মদ্যপ যুবকের, ধৃত

Author

Spread the News