বাঁশকান্দিতে মণিপুর থেকে আসা ট্রাকে তল্লাশি, ১৫.৫ কোটি টাকার মাদক, ধৃত ২

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে দলবল নিয়ে বাঁশকান্দি থানা এলাকায় অভিযানে নেমে পড়েন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো। খবর ছিল মণিপুর থেকে আসা একটি ট্রাকে করে বিশাল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। ট্রাকটির গন্তব্যস্থল গুয়াহাটি। সেই অনুসারে বাঁশকান্দির কাছে ৩৭ নং জাতীয় সড়কে মাদক বিরোধী অভিযান শুরু করে কাছাড় পুলিশ। কিছু সময় পরই জিরিবামের দিক থেকে আসা এএস ০১ এলসি-৪৮৫৯ নম্বরের একটি ট্রাক আটকে তল্লাশি চালানো হলে এরমধ্যে থেকে বেরিয়ে আসে বিশাল পরিমাণ বেআইনি মাদক। বাজেয়াপ্ত করা হয় মাদক সহ ট্রাকটি। গ্রেফতার করা হয় দুই পাচারকারীকে।

পুলিশি তল্লাশিতে ট্রাকের গোপন চেম্বার থেকে বেরিয়ে আসে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট এবং প্রায় দুই কেজি পরিমাণ বহুমুল্য মাদক ক্রিস্টালিন মেথাম্ফেটামিন। আন্তর্জাতিক বাজারে যার মূল্য ১৫.৫ কোটি টাকা বলে একটি সূত্রে জানা গেছে। গ্রেফতার হওয়া দুই পাচারকারী হলো মঙ্গলজিৎ রাজকুমার (২৮) বাড়ি পাথারকান্দি থানার অন্তর্গত হাতিখিরা এলাকায়। এবং অপরজন হচ্ছে সুরজ ছেত্রী (২৫), বাড়ি গুয়াহাটি গড়রচক এলাকায়। ধৃত দুই পাচারকারীকে লক্ষীপুর থানার লকআপে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

বাঁশকান্দিতে মণিপুর থেকে আসা ট্রাকে তল্লাশি, ১৫.৫ কোটি টাকার মাদক, ধৃত ২
বাঁশকান্দিতে মণিপুর থেকে আসা ট্রাকে তল্লাশি, ১৫.৫ কোটি টাকার মাদক, ধৃত ২

Author

Spread the News