অসম-ত্রিপুরা জাতীয় সড়কের সলগইয়ে বলেরোর ধাক্কা ডাম্পারে আহত চালক
বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : অসম- ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের সলগই হাইস্কুলের লাগোয় পুরনো বিআরটিএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এক দুর্ঘটনায় বলোরো গাড়ি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গেছে। এতে বরাত জোরে বলেরো চালক রক্ষা পেলেও তিনি অল্প বিস্তর আহত হন। জানা গেছে, শনিবার দুপুর সোয়া একটা নাগাদ সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল টিআর ০১ এডি ১৭২৩ নম্বরের একটি খালি ডাম্পার ট্রাক। এমন সময়ে গুয়াহাটি থেকে ত্রিপুরার আগরতলায় যাবার পথে এএস ০৩ এএফ ৭৭৬৭ নম্বরের একটি বলোরো গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে বলেরো গাড়িটির প্রায় ষাট শতাংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে পাকড়াও করেন সলগই বাজার ভিডিপি কর্মীরা।
এতে চালক জানান যে তার নাম সুরজ কুমার। বাড়ি । তিনি গত দীর্ঘদিন ধরে গুয়াহাটিতে মোটর চালকের কাজ করছেন। গাড়িটি তার মাবিহারেলিকের।মালিকপক্ষ গুয়াহাটির বাসিন্দা হলেও তাদের হোটেল ব্যবসা রয়েছে ত্রিপুরার আগরতলায়। বর্তমানে সেখানে ঘুরতে গেছেন মালিকের স্ত্রী ও সন্তানেরা। তাদের আনতে তিনি আগরতলায় যাবার কথা ছিল।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ তদন্তে নেমে দুটি গাড়ি নিজেদের জিম্মায় নিয়ে চালককে চিকিৎসার জন্য হসপিট্যালে প্রেরন করেছে।চালকের আঘাত গুরতর নয় বলে পুলিশ জানিয়েছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।