পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তার দাবিতে কালাছড়া- গোবিন্দরপুরে সড়ক অবরোধ

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি অবশেষে বিস্ফোরণে রূপ নিল। শুক্রবার সকাল থেকেই পানীয়জল, বিদ্যুৎ এবং রাস্তাঘাটের বেহাল অবস্থার বিরুদ্ধে একজোট হয়ে কালাছড়া–গোবিন্দপুর প্রধান সড়ক অবরোধ করে বসেন স্থানীয় বাসিন্দারা।

প্রচণ্ড গরমে লোডশেডিং, অনিয়মিত   পানীয়জলের সরবরাহ এবং চলাচলের অযোগ্য খানা-খন্দে ভরা প্রধান সড়ক—এই তিনটি সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে অসহায় জীবন যাপন করছেন গোবিন্দপুরের সাধারণ মানুষ। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের।

এই অবস্থার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই স্থানীয় পুরুষ, মহিলা ও যুব সমাজ মিলে মূল সড়ক অবরোধ শুরু করেন।

ঘটনাস্থলে পরে চুরাইবাড়ি থানার পুলিশ বাহিনী পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমিত করেন। প্রশাসনের তরফে সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রায় ঘণ্টাখানেক পর প্রত্যাহার করে নেন ক্ষুব্ধ গ্রামবাসী। তবে তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, “এটা আমাদের প্রথম প্রতিবাদ, শেষ নয়। যদি দ্রুত স্থায়ী ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”

Spread the News
error: Content is protected !!