অশ্লীল প্রস্তাব অস্বীকার করায় ভয়ঙ্কর কাণ্ড ঘটাল লম্পট শ্বশুর

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : গুয়াহাটি মহানগরে আবারো চাঞ্চল্যকর ঘটনা ঘটল। শ্বশুরের অশ্লীল প্রস্তাব বিধবা পুত্রবধূ মানতে অস্বীকার করায় ভয়ঙ্কর কাণ্ড ঘটাল শ্বশুর। মহানগরের কাহিলীপাড়ার হিড়িম্বাপুরে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। স্বামীর মৃত্যুর পর লম্পট শ্বশুর পুত্রবধূকে ঘর থেকে বের করে দেয়। একদিকে অকালেই মাথার সিঁদুর মুছে স্বামী চলে গেলেন, অন্যদিকে শ্বশুরের অত্যাচারে জর্জরিত হলেন ওই পুত্রবধূ। দুই সন্তানকে নিয়ে সকাল থেকে রাত অবধি হিড়িম্বাপুরের ওই বাসগৃহের গেটের সামনে বসে থাকতে হয় মহিলাটিকে।

বাইহাটার সাজেইর বাড়িতে স্বামীর শ্রাদ্ধকাজ করতে আসেন সবিতা ডেকা নামের ওই মহিলা। কিন্তু তার দু’দিন আগেই শ্বশুর ভূবনেশ্বর ডেকা গুয়াহাটির ওই বাড়িতে এসে দখল করে নেওয়ার অভিযোগ ওঠে। এমনকি বৃদ্ধ বয়সেও অন্য যুবতীকে নিয়ে ঘরে প্রবেশ করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রাতে স্থানীয় লোকজন মহিলা‌টির সাহায্যে এগিয়ে আসেন। সকাল থেকে ভূবনেশ্বর ডেকা ঘরের দরজা না খোলায় রাতে স্থানীয়রা বাধ্য হয়ে ভেঙে দেন গ্রিল-দরজা। কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করতেই স্থানীয়দের উপর চড়াও হয় ওই লম্পট শ্বশুর।

বিধবা মহিলাকে সাহায্য করতে আসা লোকজনকে ছুরি দিয়ে আক্রমণ করার পাশাপাশি কামড়েও দেয় ভূবনেশ্বর ডেকা। মহিলাটি সকাল থেকে ওদালবাকরা থানায় ও দিসপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু পুলিশের তরফে গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

এমন ভয়ংকর ঘটনা ঘটার পরও অনেক দেরিতে আসে ওদালবাকরা পুলিশ। স্থানীয়রা ও সাংবাদিকরা বারবার ফোন করে খবর দিলেও বহু ফোনকলের পর অবশেষে পুলিশ ভূবনেশ্বর ডেকাকে ধরে নিয়ে যায়।

বিধবা পুত্রবধূর বিস্ফোরক অভিযোগ—ছেলের মৃত্যুর পর শ্বশুর তাকে অশ্লীল প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব না মানাতেই তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে স্থানীয়দের দাবি, পুলিশ ভূবনেশ্বরকে ধরে নিয়ে যাওয়ার পরও ঘরের ভিতরে এক যুবতীকে দেখা গেছে।

শ্বশুরকে নিয়ে যাওয়ার সময় ঘরে তালা মেরে যায় ভূবনেশ্বর ডেকা। ফলে রাতে মহিলাটি নিজের ঘরেও প্রবেশ করতে পারেননি।

Spread the News
error: Content is protected !!