খসড়া ভোটার তালিকা : সিদ্দেকের নেতৃত্বে উত্তাল প্রতিবাদ শ্রীভূমিতে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : বিধায়ক সিদ্দেক আহমেদ সহ হাজার হাজার লোকের নাম নেই পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার খসড়ায়। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠে শ্রীভূমি জেলা সদর। মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদের নেতৃত্ব শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে অসংখ্য লোকের উপস্থিততে প্রতিবাদ জানানো হয়। এতে বিভিন্ন স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে। পরে এমর্মে সিদ্দিক আহমেদ নেতৃত্ব এক প্রতিনিধি দল জেলা আযুক্তের অনুপস্থিতিতে ডিডিসি ও জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তোলে দেন।
পরে এব্যাপারে সিদ্দেক আহমদ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান সরকারি আধিকারিকরা এই ভুলে ভরা খসড়া
ভোটার তালিকা তৈরি করেছেন। তাঁরা অকর্মন্য। জেলা কমিশনারকে এর জবাব দিতে হবে।
প্রকাশিত খসড়া ভোটার তালিকায়
বাদ পড়েছে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ সহ হাজার হাজার মানুষের নাম নেই।

এ ছাড়া কোথায়ও ৩০ জনকে দিয়ে একটি গ্রুপ আবার কোথাও ১৮০০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা হয়েছে।অভিযোগ মতে রেভিনিউ ভিলেজ ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। 
এই বিসঙ্গতিতে জড়িতদের বিরুদ্ধে কাড়া পক্ষে নেওয়ার পাশাপাশি সঠিক ভোটার তালিকা প্রস্তুত না হলে জেলাজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেন দক্ষিণ করিমগঞ্জে বর্তমান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ।

খসড়া ভোটার তালিকা : সিদ্দেকের নেতৃত্বে উত্তাল প্রতিবাদ শ্রীভূমিতে
Spread the News
error: Content is protected !!