অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধিবেশনের নেতৃত্বে শিলচর মেডিক্যালের ডাঃ সেরেশা রাও

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : মাতৃত্বকালীন রক্তাপ্লতা ও মাতৃত্বকালীন স্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের দুদিনের গবেষণামুলক অধিবেশনে যোগ দিলেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপিকা প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সেরেশা রাও। পৃথিবীখ্যাত গ্রেট ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেল্থ বিভাগের অধীনে মঙ্গল ও বুধবার দুদিনব্যাপী অনুষ্ঠিত অধিবেশনে যোগ দিয়ে নিজের গবেষণামুলক অভিজ্ঞতা শেয়ার করেন ডাঃ সেরেশা। ভারতের মেটারনেল অ্যান্ড পেরিনেটাল রিসার্চ এর সহযোগিতায় আয়োজিত এই অধিবেশনে দেশের বাছাই করা কয়েকটি মেডিক্যাল কলেজের অধ্যাপকরা যোগ দিয়েছেন। এরমধ্যে নেতৃত্ব দিচ্ছেন শিলচর মেডিক্যাল কলেজের ডাঃ সেরেশা। যা বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের জন্য এক বিরাট প্রাপ্তি।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেল্থ বিভাগ থেকে এ সংক্রান্ত আমন্ত্রণ গ্রহণ করেন তিনি। সংশ্লিষ্ট বিভাগের মুখ্য গবেষক ডাঃ মণিষা নায়ার থাকে এই আমন্ত্রণ জানিয়ে এখানকার মাতৃত্বকালীন ও প্রসূতির চিকিৎসার গবেষণামুলক অভিজ্ঞতা উপস্থাপনের অনুরোধ জানান। এরই সুবাদে হিসেবে ডাঃ সেরেশা ভারতীয় দলে যোগ দেয়ার পাশাপাশি দলকেও কুলীন এই বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব প্রদানের গৌরব অর্জন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধিবেশনের নেতৃত্বে শিলচর মেডিক্যালের ডাঃ সেরেশা রাও

অধিবেশনে মাতৃত্ব ও প্রসূতি সংক্রান্ত চিকিৎসার অনেক ইতিবাচক দিক উন্মোচিত হয়েছে বলে জানা গেছে। এদিকে, তার এই যোগদানে শিলচর মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষ সহ তার সহযোগীরা অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ডাঃ সেরেশা এখনো লণ্ডনে রয়েছেন। তাঁর হয়ে এই সুখবরটি জানান মেডিক্যাল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ পিনাকী চক্রবর্তী।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধিবেশনের নেতৃত্বে শিলচর মেডিক্যালের ডাঃ সেরেশা রাও

Author

Spread the News