পুর্বাঞ্চল পায়োনিয়ার অ্যাওয়ার্ডে ভুষিত ডাঃ পিনাকি চক্রবর্তী

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : শিশু চিকিৎসা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কাজের স্বীকৃতিতে পুরস্কৃত হলেন কাছাড়ের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ পিনাকি চক্রবর্তী। পূর্বাঞ্চল পায়োনিয়ার অ্যাওয়ার্ডে পুরস্কৃত হন তিনি। তিনি ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স এর বরাক উপত্যকা শাখা সংগঠনের সচিব এবং শিলচর মেডিক্যাল কলেজের নিউ বরণ ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভারপ্রাপ্ত আধিকারিক ছাড়াও ডাঃ পিনাকি বিভিন্ন সমাজ সেবার সঙ্গে নানাভাবে জড়িত। অতি সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স পুর্বাঞ্চল শাখার সম্মেলনে এই পুরস্কার গ্রহণ করেন। সংগঠনের হয়ে উল্লেখ্যযোগ্য কাজের জন্য তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

এদিন পুরস্কার প্রদানের সময়ে তার সাংগঠনিক বিভিন্ন কাজের ভুয়সী প্রসংশা করেন উপস্থিত অতিথিরা। এদিকে, এই পুরস্কারপ্রাপ্তিতে ডাঃ পিনাকির পরিচিত মহল সহ সংগঠনের বরাক ভ্যালি শাখার সব সদস্য উচ্চশিত। তারা অভিনন্দিত করেছেন ডাঃ পিনাকি চক্রবর্তীকে।

পুর্বাঞ্চল পায়োনিয়ার অ্যাওয়ার্ডে ভুষিত ডাঃ পিনাকি চক্রবর্তী

Author

Spread the News