বিবেকানন্দের স্বপ্ন পূরণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : ডাঃ নন্দীপুরকায়স্থ

বরাক তরঙ্গ, ১১ জুলাই : ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে বুধবার ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সন্ধ্যায় শহরের লোচন বৈরাগী রোডে ইন্দ্রপ্রস্থ অনুষ্ঠান ভবনে এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় পৌরহিত্য করেন সংস্থার শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্ত। শুরুতে বন্দেমাতরম সঙ্গীত পরিবেশন সহ স্বামী বিবেকানন্দ ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে সভার কাজ শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি জ্যোতির্ময় দত্ত। 

ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত শিলচরে_____

এদিন সংস্থার পক্ষ থেকে বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের খ্যাতনামা অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজিতকুমার নন্দী পুরকায়স্থকে উত্তরীয়, স্মারক সম্মাননা ও বিবেকানন্দের উপর লেখা বই প্রদান করে সংবর্ধিত করা হয়। ডাঃ সুজিতকুমার নন্দী পুরকায়স্থ বিগত ২৬ বছর ধরে পরিষদের দ্বারা আয়োজিত কৃত্রিম অঙ্গ শিবিরে যোগদান করে সহযোগিতার হাত বাড়ানোর জন্যই এই সম্মান প্রদান করা হয়। তাছাড়াও গবাদি পশুর টিকাকরণ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক ডাঃ মনোরঞ্জন সরকারকেও তার আন্তরিক সাহায্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা স্বরূপ সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। এছাড়াও সংস্থার পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রশান্ত পাল, প্রীতমজিৎ রায় ও শ্যামাপদ দেবকে উত্তরীয় দিয়ে সম্মান জানায় সংস্থা।

বিবেকানন্দের স্বপ্ন পূরণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : ডাঃ নন্দীপুরকায়স্থ
ডাঃ এসকে নন্দী পুরকায়স্থের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন রজত ঘোষ।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি ডাঃ এসকে নন্দী পুরকায়স্থ ভারত বিকাশ পরিষদের শিলচর শাখাকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য সংস্থার সদস্যদের প্রতি আহ্বান জানান এবং এজন্য সবাই মিলে একটা রূপরেখা তৈরির পরামর্শ প্রদান করেন। ডাঃ নন্দী পুরকায়স্থ বলেন, স্বামী বিবেকানন্দের স্বপ্ন সাকার করতে হলে যুব সমাজকে অধিক প্রাধান্য দিতে হবে, তিনি তারজন্য সংস্থার কাজে যুবাদের অংশীদারিত্ব চান। তিনি এও বলেন, এই দেশ পরিচালনা করবে যুবারাই কাজেই যুবারা এগিয়ে না এলে স্বামীজীর স্বপ্ন অধরা থাকবে। তিনি বলেন, শিলচরে অনেক এনজিও তথা ক্লাব রয়েছে যারা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন কিন্তু লক্ষ্যনীয় ভাবে সেখানে যুব সমাজের প্রতিনিধিত্ব তুলনামূলক ভাবে কম। ডাঃ নন্দী পুরকায়স্থ বলেন যখনই যুব সমাজ এগিয়ে আসবে তখনই একটি সমাজ বা রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। তিনি সর্বাবস্থায় ভারত বিকাশ পরিষদের পাশে থাকার অঙ্গীকার করেন। 

এদিনের সম্মানিত অতিথি ডাঃ মনোরঞ্জন সরকার নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিজের কর্তব্যকেই জীবনে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, এই সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি সমাজের ঋণ কোনদিন শোধ করতে পারবো না তবে সমাজের জন্য সেবা প্রদান তো করতে পারবো। ভারত বিকাশ পরিষদের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছেন বলে জানান তিনি। 

এদিনের গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারত বিকাশ পরিষদের শিলচর শাখার প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার অংশুকুমার রায়। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৯৭ সালে শিলচরে সংস্থার আত্মপ্রকাশ ঘটেছিল। তবে শিলচর শাখায় কাজ শুরু হয় ১৯৯৮ সাল থেকে। সেই দিন থেকেই ডাঃ সুজিতকুমার নন্দী পুরকায়স্থ আমাদের মূখ্য প্রজেক্ট কৃত্রিম অঙ্গ শিবিরে যোগদান করে চলেছেন। অংশুবাবু বলেন, যারা চলতে পারে না, যাদের পা নেই হাত নেই তাদেরকে আমরা বিনা পয়সায় কৃত্রিম অঙ্গ প্রদান করে আসছি। তিনি বলেন আমাদের সংস্থার নিজস্ব কারখানা রয়েছে গুয়াহাটিতে । এধরণের আরও আটটি কারখানা রয়েছে সমগ্র ভারতবর্ষে। তিনি বলেন, শিলচর করিমগঞ্জ সহ বরাক উপত্যকার যেকোন স্থানে যখনই এধরণের কোন ক্যাম্প হয় তখন ডাঃ নন্দী পুরকায়স্থ উপস্থিত থেকে আমাদের মার্গদর্শন প্রদান করে আসছেন। 

এদিনের অনুষ্ঠান ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক শঙ্কর বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার শিলচর শাখার প্রাক্তন সভাপতি আইনজীবী রজত ঘোষ, অনিরুদ্ধ দেবরায় প্রমুখ। এদিন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব অমিত খাণ্ডেলওয়াল ও সঞ্চিতা দত্তকে সংস্থার সদস্যপদ প্রদান করা হয়। তাদের সংকল্প পাঠ করান ইঞ্জিনিয়ার অংশুকুমার রায়। মূল অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্বে আয়োজিত হয় কচিকাঁচাদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শেষে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের যবনিকা পড়ে। 

Author

Spread the News