র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পাচ্ছেন ডাঃ কান্নান

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : এশিয়ার সর্বোচ্চ সিভিল অ্যাওয়ার্ড বা এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে বিবেচিত হয় র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ড পাচ্ছেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রবি কানন। চিকিৎসা সেবায় অবদানের জন্য এই অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। এ ছাড়াও পাচ্ছেন আরও তিনজন। তাঁরা হলেন ইউজেনিও লেমোস (খাদ্য সার্বভৌমত্ব স্বপ্নদর্শী) পূরৃব টিমোর, মিরিয়াম কর্নেল-ফেরার (মহিলাদের শান্তি স্থাপনায় অগ্রগামী নারী) ফিলিপিন্স ও করভি রখসান্দ (এডুকেশন ফর অল চ্যাম্পিয়ন) বাংলাদেশ।

ডাঃ রবি কান্নান এই অ্যাওয়ার্ড পাওয়ায় বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পাচ্ছেন ডাঃ কান্নান

আগামী ১১ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পদক তুলে দেওয়া হবে। এশিয়ায় বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড দেওয়া হয় যা জনসেবা থেকে সামাজিক উদ্ভাবন সবক্ষেত্রে এ অঞ্চলের মানুষের জীবনকে প্রভাবিত করে। এর আগে মাদার টেরেসা, দালাই লামা, সত্যজিৎ রায়, ফজলে হাসান আবেদ প্রমুখ এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পাচ্ছেন ডাঃ কান্নান

উল্লেখ্য, র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ১৯৫৮ সালে প্রথম অ্যাওয়ার্ড প্রদান করে। যারা “সেই চেতনার একই মহত্ত্ব প্রদর্শন করেছিলেন যা তৎকালীন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসে তাঁর সারা জীবনে যেভাবে মূর্ত হয়েছিলেন।”

Author

Spread the News