বৃক্ষ রোপনের মাধ্যমে নতুন বর্ষ শুরু হাইলাকান্দি রোটারি ক্লাবের, সংবর্ধিত চিকিৎসকও

বরাক তরঙ্গ, ১ জুলাই : ২০২৩-২৪ রোটারি বর্ষের শুরুতে বৃক্ষ রোপন কার্যসূচী হাইলাকান্দি রোটারি ক্লাবের। বছর ব্যাপী পরিবেশ সচেতনতা মূলক কার্যসূচী গ্রহণ করা হবে বলে জানালেন ক্লাবের নতুন সভাপতি তথা বিশিষ্ট সংস্কৃতি কর্মী বিজয়িনী ভট্টাচার্য। পাশাপাশি চিকিৎসক দের প্রতিও কৃতজ্ঞতা জানালো ক্লাব কতৃপক্ষ।

বৃক্ষ রোপনের মাধ্যমে নতুন বর্ষ শুরু হাইলাকান্দি রোটারি ক্লাবের, সংবর্ধিত চিকিৎসকও

আন্তর্জাতিক রোটারি ক্লাবের নতুন বর্ষ শুরু হল শনিবার। ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত একটি রোটারি বর্ষ ধরা হয়ে থাকে। সেই মতে শনিবার থেকে গোটা বিশ্বে শুরু হল নতুন রোটারি বছর। আর এবছর হাইলাকান্দি রোটারি ক্লাব নতুন বর্ষের প্রথম দিনটি শুরু করে বৃক্ষ রোপন কার্যসূচীর মাধ্যমে। পাশাপাশি জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতালের সুপরিটেনডেন্ট ডা: দেবব্রত দত্তকে ও সম্মাননা জানালো হয়।

বৃক্ষ রোপনের মাধ্যমে নতুন বর্ষ শুরু হাইলাকান্দি রোটারি ক্লাবের, সংবর্ধিত চিকিৎসকও

এদিন হাইলাকান্দি জেলা কারগারে বৃক্ষ রোপন করা হয় এবং নবাগত সভাপতি বিজয়িনী ভট্টাচার্য জেল সুপার রঞ্জন চৌধুরীকে সম্মাননা জানান এবং বৃক্ষ রোপন কার্যসূচী তে অংশ গ্রহণ করেন। এতে সামিল হন নতুন সম্পাদক লুৎফর রহমান বড়ভূইয়া, সদ্য প্রাক্তন সভাপতি কানাইয়া সারদা, প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী, সার্ভিস প্রজেক্ট ডিরেক্টর বিভাভূষণ চক্রবর্তী, আন্তর্জাতিক ডিরেক্টর সন্দীপন ধর প্রমুখ। অনুরূপ ভাবে শহরের ওয়ান স্টপ সেন্টার, উদিচি হোম সহ শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ত্রিদীব রায়ের হাতে ও গাছের চারা তুলে দেওয়া হয়।নতুন সভাপতি ও সম্পাদক জানান তারা প্রতি মাসে বৃক্ষ রোপন সহ পরিবেশ সচেতন মূলক কার্যসূচী গ্রহণ করবেন। এছাড়াও জেলা কারাগারে বিভিন্ন সচেতনতা মূলক কার্যসূচী ও গ্রহণ করবেন।

অন্যদিকে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে এদিন জেলা কারাগারে চিকিৎসক তথা এস কে রায় সিভিল হাসপাতালের সুপরিটেনডেন্ট ডাঃ দেবব্রত দত্ত ও ডাঃ সমরজিৎ চক্রবর্তী কে সংবর্ধনা জানানো হয়।

এদিকে, আগামী ৯ জুলাই রোটারি ক্লাবের ১৯ তম অভিষেক অনুষ্ঠানে ২০২৩-২৪ এর নতুন বোর্ড দায়িত্ব গ্রহন করবে বলে জানান প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী।

Author

Spread the News