ড. বিআর আম্বেদকর স্মারক বক্তৃতা আসাম বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের ড. বিআর আম্বেদকর চেয়ার-এর উদ্যোগে শুক্রবার বিকেলে প্রেমেন্দ্র মোহন গোস্বামী কনফারেন্স রুমে এক স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। বক্তৃতার মূল বিষয় ছিল “পুনা চুক্তি: ড. বিআর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে এক গুরুত্বপূর্ণ চুক্তি”।
এই স্মারক বক্তৃতাটি প্রদান করেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ ডিন অধ্যাপক অনুপ কুমার দে। তিনি ভারতের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পুনা চুক্তির ঐতিহাসিক তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানের সূচনা হয় ড. মৌমিতা নাথ-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন। সভাপতিত্ব করেন চেয়ার অধ্যাপক (ভারপ্রাপ্ত) ড. দেবতোষ চক্রবর্তী। প্রায় ৫০ জন অধ্যাপক, গবেষক ও বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
বক্তৃতা শেষে অধ্যাপক চক্রবর্তীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সঙ্গে এক প্রাণবন্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে অন্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক হিমাদ্রি শেখর দাস, ড. রামচরণ দাস, ড. শুভদীপ রায় চৌধুরী প্রমুখ। ড. আম্বেদকর চেয়ার-এর গবেষক বিশাল দাসের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।