মার্চে আসছেন ডোনা গাঙ্গুলি, নিনাদ গুরুকুলের রবিবার আন্তর্জাতিক নৃত্য উৎসব

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : মার্চের শেষে শিল্পী ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে হতে যাচ্ছে প্রশিক্ষণ কর্মশালা। এর আগে রবিবার আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল প্রেক্ষা গৃহে আন্তর্জাতিক নৃত্য উৎসবের আয়োজন করছে সংগঠন নিনাদ গুরুকুল। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার কর্মকর্তারা।

নিনাদ গুরুকুলের তরফে জানানো হয়, রবিবার আন্তর্জাতিক নৃত্য উৎসব উপলক্ষে চারটি বিভাগ রাখা হয়েছে। দুপুর ২টায় আয়োজিত হবে নজরুল ও রবীন্দ্র নৃত্য। বিকেলে বাংলাদেশ, কলকাতা, লামডিং, ত্রিপুরা ও অসম সহ বরাক উপত্যকার শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ইতিমধ্যে ১১০জন শিল্পী তাঁদের নাম নথিভুক্ত করেছেন। আগামী মার্চ মাসের শেষ দিকে শিল্পী ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে আয়োজিত কর্মশালায় ভালো সাড়া পাবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

Author

Spread the News