ডোনাল্ডের জোড়া গোল, মাতৃভূমি-র ফাইনালে ইসলামাবাদ
স্পন্সরদের সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মাতৃভূমি-র ফাইনালের দ্বিতীয় দল ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। বুধবার বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে দ্বিতীয় সেমিফাইনালে প্রতিপক্ষ নাজিয়া এন্টারপ্রাইজ দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাস্ত করে ফাইনালের ছাড়পত্র আদায় করে ইসলামাবাদের দলটি।
খেতাবি লড়াইয়ে টিকে থাকতে দুদলই এদিন মাঠে একশো শতাংশ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে। খেলার শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রবল আত্মবিশ্বাসে ভরপুর উভয় দলই মাঠে নামিয়েছে মিজোরাম, মেঘালয়ের নামি দামি খেলোয়াড়। এদিন সম্পূর্ণ মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ। খেলা দেখতে আসা লোকদের গাড়ির পার্কিংয়ে মাঠের বাইরে রাস্তার এক কিলোমিটার অবধি ছিল প্রবল যানজট। এদিন মাঠে কম করেও ত্রিশ হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এদিন খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স। ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দলের হয়ে খেলার ৩৬ মিনিটে গোল করেন ডোনাল্ড লিংডো। খেলার প্রথমার্ধে লিড নিয়ে আত্মবিশ্বাসী ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স ব্যবধান বাড়াতে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে সমতায় ফিরতে নাজিয়া এন্টারপ্রাইজ দলও দারুণ লড়াই করে। দ্বিতীয়ার্ধের খেলার ৬৯ মিনিটে ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দলের খেলোয়াড় ডোনাল্ড নিজের তথা দলের হয়ে দ্বিতীয় গোল ও ৭০ মিনিটে ডিবর কাসা ইসলামাবাদ দলের হয়ে তৃতীয় গোল করেন। দারুণ লড়াই করেও কোন গোল করতে পারেনি নাজিয়া এন্টারপ্রাইজ।
এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য ও ইজাজ আহমেদ। চতুর্থ রেফারি ছিলেন প্রবীণ বর্মণ। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স দলের খেলোয়াড় ডোনাল্ড। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের অতিথি শিলচর জেলা ক্রীড়া সংস্থার রেফারি সচিব সমর রায়, জাতীয় পর্যায়ের প্রাক্তন ফুটবলার ফকর উদ্দিন লস্কর ও মইনুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের সভাপতি আবুল হোসেন বড়ভূইয়া। আগামী ৮ সেপ্টেম্বর রবিবার খেতাবি লড়াইয়ে জামালপুর এফসি ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স পরষ্পরের মুখোমুখি হবে।
এদিন খেলার শুরুতে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টকে সফল রূপ দিতে যারা আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন সেইসব স্পন্সরদের সংবর্ধিত করে মাতৃভূমি সামাজিক সংস্থা । মাতৃভূমি-র কর্ণধার সীতাংশু দাস টুর্নামেন্টকে সফল করে তুলতে এগিয়ে আসা স্পন্সরদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য এদিনের সংক্ষিপ্ত সংবর্ধণা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাশ। খেলা উপভোগ করতে এদিন মাঠে উপস্থিত ছিলেন দৈনিক যুগশঙ্খের ক্রীড়া সাংবাদিক বিকাশ দেব, রাজ্য স্তরের ফুটবলার অমর সিংহ, শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস সহ অন্যান্যরা।