যুদ্ধবিধ্বস্ত গাজায় মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর

১৭ অক্টোবর : শিউরে উঠবেন গাজার ছবি দেখে। অবাক হবেন এও সম্ভব! হয়তো সম্ভব বলেই এমন ছবি সামনে এসেছে। গাজার রাস্তায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে পচা গলা মানুষের মৃতদেহ। সেই মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর। এখানেই থেমে নেই। প্রাণভরে শ্বাসটুকু নেওয়াও যেন দায় সেখানে। বাতাসে শুধুই পচা গন্ধ। এমন ভয়ঙ্কর ছবি সামনে এল যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে।

ফেয়ার্স আফানা নামে এক উদ্ধারকারী দলের প্রধান সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এই উদ্ধারকারী দলটি গাজাতে  উদ্ধারকাজ চালাচ্ছেন। তিনি বলেন,  ‘সেখান থেকে প্রতি দিন দেহ উদ্ধার হচ্ছে। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যে সব জায়গায় পৌঁছতে অনেক বেগ পেতে হচ্ছে। মৃতদেহ পড়ে থেকে পচন ধরে যাচ্ছে। আকাশ, বাতাস কটূ গন্ধে ভরে উঠেছে। রাস্তায় ধ্বংসস্তূপে পড়ে থাকা দেহগুলি কুকুরেরা ছিঁড়ে খাচ্ছে। কারও মাথা নেই, কারও হাত-পা, কারও আবার দেহের উপরিভাগ উধাও। ইজরায়েলি সেনার হামলায়  উত্তর গাজার জাবালিয়া মৃতের শহরে পরিণত হয়েছে।’

যুদ্ধবিধ্বস্ত গাজায় মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর

অন্যদিকে, গাজার স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ৬৫ জন প্যালেস্টাইনি মারা গেছেন ইজরায়েলের হামলায়।
ছবি সংগৃহিত।

Author

Spread the News